মানবিক থেকে ভর্তি পরীক্ষায় ভাল করার উপায়

মানবিক থেকে ভর্তি পরীক্ষায় ভাল করার উপায়

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে ভাল করার উপায় সমূহ :

১) প্রথমে সিলেবাস সম্পর্ক এ পুরো ধারণা থাকতে হবে। মানবিক দের পড়তে হয় বাংলা, ইংরেজী ও জেনারেল নলেজ।

২) বাংলা: সব বিশ্ববিদ্যালয়ে এক রকম প্রশ্ন করে না। যেমন: ঢাবি তে বাংলা আসে ২৫ টি,জাহাঙ্গীরনগর এ কোন ইউনিটে ১০ টি আবার কোনটি তে ১৫ টি,চিটাগাং এ ও প্রশ্ন নানা রকম হয়।


এখন প্রশ্ন হলো কি পড়ব বাংলা??
বেশি কিছু পরতে হবে না। নিজের h.s.cএর বাংলা বই টা লাইন বাই লাইন পড়তে হবে। কিছুই বাদ দেওয়া যাবে না। যে খানেই পরীক্ষা দাও না কেন বাংলা মুল বই থেকে প্রশ্ন থাকবেই। ঢাবি তে ৮ থেকে১০ টি প্রশ্ন আসে যেটি তোমার পাশ নম্বর তুলে দিবে।
এখন ব্যাকরণ পার্ট… ব্যাকরনের জন্য নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও রচনা বইটা পড়বে। বোর্ড থেকে নির্ধারিত যেটা। সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বই টা পড়তে পারো। অনেক কিছু কাজে দিবে। আর যে যে কোচিং এ ভর্তি হবে সেখানের শীট,বই ফলো করলেই চলবে।

২) ইংরেজী:  এর জন্য বেসিক ভাল থাকা জরুরি। যারা ভাল বিশ্ববিদ্যালয়ে ভাল সাবযেক্টে পড়তে চাও তাদের জন্য ইংরেজী তে ভাল করার বিকল্প নাই। ইংরেজীর জন্য h.s.cএর মুল বই লাইন বাই লাইন পড়তে হবে। মুল বইয়ে কবিতা আছে কিছু যেটি কোন দিন ই পড়ি না আমরা। সেই কবিতা গুলো ভাল করে পড়তে হবে। অনেক সময় কবিতার লাইন চলে আসে। কবিতার কবি সম্পর্ক এ ভাল ধারণা থাকতে হবে। ভোকাবলির জন্য মুল বই এর অর্থ গুলো জানলেই হবে। মানে তুমি যেটি পড়বে সব মুল বই কেন্দ্রিক হবে। ব্যাকরনের জন্য তোমার বেসিক ই যথেষ্ট। যদি কোন ক্লাশ ফাঁকি দিয়ে এসে থাকো তাহলে ধরা খাবে।

৩) জেনারেল নলেজ: এর কোন সিলেবাস নাই। পুরা দুনিয়া টাই সিলেবাস। জেনারেল নলেজের দুইটা ভাগ। * বাংলাদেশ * আন্তর্জাতিক। প্রতি টা ভাগে দুই টা ভাগ। একটা সাম্প্রতিক আরেকটা বেসিক বিষয়। সিলেবাস অনেক বড়। ভয় পাওয়ার কিছু নাই। জেনারেল নলেজ থেকেই বেশি কমন পড়ে সবার।

অল্প সময়ের প্রস্তুতির জন্য তোমার যেটি করতে হবে তা হলো,প্রতি মাসে কারেন্ট এফেয়ারস পড়তে হবে,প্রতিদিন প্রথম আলো পত্রিকা পড়তে হবে।বাংলাদেশ প্রতিদিন পড়লে হবে না। পারলে যে কোন ভাল মানের একটা ইংরেজী পত্রিকা পড়তে হবে। এ গুলো পরলে সাম্প্রতিক থেকে সব প্রশ্ন কমন পাওয়া যাবে। সাম্প্রতিক বলতে বাংলাদেশ ও আন্তর্জাতিক এর সব সাম্প্রতিক কমন পড়বে।

আর বেসিক বিষয় গুলোর জন্য বাজার থেকে সাধারণ জ্ঞানের বই কিনে নিবে। বেসিক বিষয় বলতে বুঝানো হইছে যেটি পরিবর্তন হয় না। যেমন: মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস ইত্যাদি।
আন্তর্জাতিকের বেসিক হলো মুদ্রার নাম,রাজধানী, উপনিবেশ, বন্দর ইত্যাদি।

আশা করি সবার প্রস্তুতি ভাল হবে। ইশিখন.কম এর পক্ষ থেকে শুভ কামনা রইলো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline