মতিঝিল স্কুল এন্ড কলেজের পিকনিকের বাস খাদে পড়ে, আহত ৪০ শিক্ষার্থী

মতিঝিল স্কুল এন্ড কলেজের পিকনিকের বাস খাদে পড়ে, আহত ৪০ শিক্ষার্থী

পিকনিক শেষে বাড়ী ফেরার পথে খাদে পড়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। ঢাকাগামী বাসটি শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর নামক স্থানে পড়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বার্ষিক পিকনিক করতে কুমিল্লা বার্ডে আসেন। পিকনিক শেষে বাসে করে ঢাকা ফিরছেলেন। পথে দাউদকান্দির দৌলতপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ৫২ জন শিক্ষার্থী বহন করা বাসটি খাদে পড়ে যায়। এসময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফয়েজ আহাম্মেদ  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা ইলিয়টগঞ্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা নিয়ে গেছেন। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

 

আরো পড়ুন:

শিক্ষা সফরে গিয়ে বাস উল্টে নিহত হয়েছে ২জন, আহত ৩০জন

ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অবস্থার অবনতি

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline