
নওগাঁ শহরে শিক্ষা সফরের একটি বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।
আহত হয়েছে অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাইপাস সড়কে তুলশীগঙ্গা সেতু পাশে এ দুর্ঘটনা ঘটে বলে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান। নিহতরা হলেন কালাই উপজেলার বাখরা গ্রামের গুলজার আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫)। আহতদের মধ্যে ২৮ জনকে নওগাঁ সদর হাসপাতালে ও চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান, কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকার ব্রাইট ফিউচার একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ৭০ জনের একটি দল নওগাঁয় শিক্ষা সফরে আসে। নওগাঁর শখের পল্লী বিনোদন কেন্দ্র ভ্রমণ শেষে পাশের ডানা পার্কে যাচ্ছিল তারা।
“পথে তুলশীগঙ্গা সেতুর কাছে ইউটার্ন নেওয়ার সময় পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অভিভাবক লিটন ও বাবুর্চি জাহিদুল ঘটনাস্থলেই মারা যায়।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে বলে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক এসএম মুরশেদ জানান।