ভুগোল-ও-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2013
20121. “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়”- উক্তিটি কার?
- জীব পরিবেশ
- অ্যাকারমেন
- পার্ক
- ইরাটসথেনিস
20122. তোমার প্রাণিজগতের বৈচিত্র সম্পর্কে ভীষণ আগ্রহ। এ আগ্রহ মেটাতে তুমি কী করতে পার?
- আঞ্চলিক ভূগোল অধ্যয়ন
- প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন
- প্রাণী ভূগোল অধ্যয়ন
- সামাজিক ভূগোল অধ্যয়ন
20123. মানুষের কর্মকান্ডের ফলে সৃষ্ট পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে?
- মানুষের কর্ম ও ব্যস্ততায়
- মানুষের অসীম বুদ্ধিমত্তায়
- মানুষের আচার-আচরণে
- মানুষের টিকে থাকায়
20124. মানুষের তৈরী পরিবেশকে কি বলা হয়?
- ভৌত পরিবেশ
- প্রাকৃতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
- সাংস্কৃতিক পরিবেশ
20125. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়-
- জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি
- সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রভাব
- রাজনৈতিক কর্মকান্ড
A,B
20126. মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হচ্ছে-
- মাটি, পানি 2. বায়ু 3. উদ্ভিদ ও প্রাণী
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2014
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2015
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2016
0 responses on "ভুগোল-ও-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2013"