বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2016
20151. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
20152. বালাদেশ কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থিত?
- ৮৮০ ০১’ পূর্ব থেকে ৯২০ ৩৪’ পূর্ব
- ৮৮০ ০১’ পূর্ব থেকে ৯২০ ৪১’ পূর্ব
- ৯২০ ০১’ পূর্ব থেকে ৮৮০ ০১’ পূর্ব
- ৮৮০ ৪১’ পূর্ব থেকে ৯২০ ৩৪’ পূর্ব
20153. বাংলাদেশের সমগ্র ভুপৃষ্ট কী দ্বারা গঠিত?
- পলিমাটি
- দো আঁশ মাটি
- এটেলমাটি
- বেলেমাটি
20154. বরেন্দ্রভূমির মাটিান বর্ণের?
- লাল
- বাদামী
- ধূসর
- ধূসর ও লাল
20155. স্থায়ী বসবাসের জন্য কোন ভূমিরুপ আদর্শ?
- পাহাড়
- পর্বত
- সমমূমি
- মালভূমি
20156. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?
- ভারত শ্রীলঙ্কা
- ভারত পাকিস্তান
- ভারত-মায়ানমার
- মায়ানমার পাকিস্তান
20157. বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে?
- আসাম
- মায়ানমার
- বঙ্গোপসাগর
- ত্রিপুরা
20158. উত্তরের ঢিলাসমূহের উচ্চতা কত?
- ৩০ মিটার
- ৬০ মিটার
- ৯০ মিটার
- ৩০ থেকে ৯০ মিটার
20159. ভূ-প্রকৃতি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে-
- কৃষির উপর
- ব্যবসা-বাণিজ্যের উপর
- পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর
A,B,C
20160. প্লাবন সমভূমির আয়তন কত?
- ৪১০৩ বর্গ কি. মি.
- ৯৩২০ বর্গ কি. মি.
- ১২৪২৬৬ বর্গ কি. মি.
- ১৪৭৫৭০ বর্গ কি. মি.
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2017
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2018
বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2019
0 responses on "বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2016"