বাংলাদেশের ভৌগোলিক বিবরণ – এসএসসি ভুগোল ও পরিবেশ – 10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2019

বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2019

20181. বাংলাদেশের কোন অংশ উপকূলের দিকে ক্রমনিম্ব?

  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম

20182. বাংলাদেশের পূর্বে ভারতের-

  1. আসাম ও ত্রিপুরা 2. ত্রিপুরা ও মিজোরাম 3. মায়ানমার

20183. মধুপর ও ভাওয়ালের গড়ের মাটির বর্ণ কিরূপ?

  1. লালচে ও বাদামী
  2. লালচে ও ধূসর
  3. ধূসর ও লাল
  4. বাদামী ও লাল

20184. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত?

  1. ৬-১২ মিটার
  2. ২১ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৪ মিটার

20185. বরেন্দ্র ভূমির আয়তন কত?

  1. ৩৪ বর্গ কি. মি.৪
  2. ১০৩ বর্গ কি. মি.৭
  3. ৮৩২ বর্গ কি. মি.৯
  4. ৩২০ বর্গ কি. মি.”;}}

20186. মায়ানমার ও ভারতের দাবিকৃত সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশে কত বর্গ কি.মি. জলসীমা কত পেত?

  1. 30000
  2. 40000
  3. 50000
  4. 60000

20187. বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে-

  1. চলনবিল 2. মাদারিপুর বিল 3. সিলেট অঞ্চলের হাওর

20188. ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে?

  1. আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল
  2. আন্তজার্তিক সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল
  3. সালিশ ট্রাইবুনাল
  4. আন্তজার্তিক দেওয়ানি ট্রাইবুনাল

20189. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান?

  1. পশ্চিমবঙ্গ
  2. আসাম
  3. মিজোরাম
  4. ত্রিপুরা

20190. উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?

  1. পর্বত
  2. ঢিবি
  3. ঢিলা
  4. পাহাড়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরও পড়ুন :

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2020

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2021

বাংলাদেশের-ভৌগোলিক-বিবরণ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2022

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline