ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্দালয়ের সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির মধ্যমে আরিফ আলমাস আকাশ (মেধাক্রম ডি-৭ম) সামাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে ওই শিক্ষার্থীকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
একই কারণে তখন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুলাহ আল নোমানকে গ্রেপ্তার করা হয়। এ দুজনের জবানবন্দিতে জালিয়াতির মূল হোতা হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিব বিন বারীর নাম উঠে আসে।
আরো পড়ুন:
0 responses on "ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্দালয়ের ছাত্রলীগ নেতা বহিষ্কৃত এবং থানায় সোপর্দ"