ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1801
18001. দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সর্বদা কী নিয়ন্ত্রণ করতে হয়?
- খোলাবাজার
- মুদ্রাবাজার
- অর্থাবাজার
- পুঁজিবাজার
18002. কত সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামি ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়?
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৮২ সালে
- ১৯৮৩ সালে
18003. বৈদেশিক ব্যবসায়ে অর্থসংস্থান এবং বৈদেশিক বিনিময় ও লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?
- বিনিময় ব্যাংক
- সমবায় ব্যাংক
- বিনিয়োগ ব্যাংক
- ভোক্তা ব্যাংক
18004. ব্যাংকের কোন সেবাটি আধুনিক ব্যাংক ব্যবসায়ের পরিচয় বহন করে?
- ইলেকট্রনিক ব্যাংকিং
- ডিপিএস খোলা
- বিদ্যুৎ বিল পরিশোধ
- সঞ্চয়ী হিসাব
18005. তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবক কে?
- কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- ব্যাংক সমিতির সভাপতি
18006. ব্যবসায় একটি-
- লাভজনক ব্যবসায়
- সম্ভাবনাময় ব্যবসায়
- ঝুঁকিবহুল ব্যবসায়
- মূলধনের ব্যবসায়
18007. কোন নীতি ব্যাংকের কার্য পরিধি সম্প্রসারণে সাহায্য করে?
- মিত্যব্যয়িতার নীতি
- সচ্ছলতার নীতি
- প্রচারের নীতি
- গোপনীয়তার নীতি
18008. ব্যাংকের সুনাম সৃষ্টির পূর্বশর্ত হলো-
- উন্নত ব্যবস্থাপনা ও দক্ষ পরিচালনা
- গোপনীয়তা রক্ষা করা
- সেবামূলক কার্যাদি সম্পাদন করা
A,B,C
18009. ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি কোনটি?
- নিরাপত্তার নীতি
- মুনাফার নীতি
- উন্নয়নের নীতি
- বিশেষায়নের নীতি
18010. হোল্ডিং কোম্পানির দ্বারা পরিচালিত হয় কোন ব্যাংক?
- গ্রুপ ব্যাংক
- চেইন ব্যাংক
- শাখা ব্যাংক
- শিল্প ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1801"