ব্যবসায়ে-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1274
12731. প্রকৃতি অনুযায়ী সহায়তাকে কয়ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
12732. সামাজিক উন্নয়নে অবদান রাখছে-
- দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা দান
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার খরচ প্রদান
- সবগুলোই সঠিক
12733. ব্যবসায়ের অন্যতম কাজ হলো-
- চাহিদা নিরূপণ
- পণ্য উৎপাদন
- পরামর্শ প্রদান
A,B
12734. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
- মুনাফা
- ক্ষতি
- দায়
- সামঞ্জস্যতা
12735. ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো-
- পণ্যের বাজার স্থিতিশীল রাখা
- মানসম্মত পণ্য উৎপাদন করা
- পণ্য প্রাপ্তি সহজতর করা
A,C
12736. নৈতিকতা কার্যকলাপের আওতাভুক্ত কাজ হলো?
- মরা মুরগি কেনবেচা
- ভেজালমুক্ত ওষুধ বিক্রয়
- পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দান
12737. কীভবে ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে?
- সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে
- সমাজের মানুষের সাথে লেনদেন সম্পাদনের মাধ্যমে
- সরকারের পরামর্শক্রমে বেশি পরিমাণে বিনিয়োগের মাধ্যমে
- সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে
12738. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
- অর্থনৈতিক
- সামাজিক
- রাজনৈতিক
- পারিবারিক
12739. ইথস শব্দের অর্থ কী?
- মানব আচরণের চলমানতা
- মানব কর্মকান্ডের নিয়ম নীতি
- মানব আচরণের মানদণ্ড
- শ্রম বিভাগের গতিবিধি
12740. জনহিতকর কাজ বলতে বোঝায়?
- হাসপাতাল প্রতিষ্ঠা
- স্কুল স্থাপন
- দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ে-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1274"