
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক কার্যদিবসের মধ্যেই একটি বিভাগের অনার্স চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
সোমবার (১২ই ফেব্রুয়ারি) উপাচার্যের হস্তক্ষেপে মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) এ ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, ১৩ থেকে ১৫ই ফেব্রুয়ারি রংপুর রেঞ্জে পুলিশের উপ-পরিদর্শক পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই চলবে। এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা লাগবে স্নাতক (অনার্স) পাস। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের অনার্স চূড়ান্ত পরীক্ষা অনেক আগেই শেষ হলেও ফলাফল প্রকাশ না করায় এই নিয়োগে প্রার্থী হওয়ার বিষয়ে সন্দেহ দেখা দেয়। ফলে শিক্ষার্থীরা সংশিষ্ট বিভাগগুলোতে ফলাফল প্রকাশের দাবি জানান।
শিক্ষার্থীদের কথা চিন্তা করে মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল সোমবার সকাল ১০ টায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠায় বিভাগটি। কিন্তু একদিনে ফলাফল প্রকাশ করা অসম্ভব বলে জানানো হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পরবর্তীতে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক ফলাফল প্রকাশে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন। অবশেষে উপাচার্যের হস্তক্ষেপে ফলাফল পাঠানোর এক কার্যদিবসেই ফলাফল প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
এ ব্যাপারে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে এক কার্যদিবসেই ফলাফল প্রকাশ করার জন্য উপাচার্য, বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে ফলাফল পেয়ে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশ করায় আগামীকাল মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।
আরো পড়ুন: