বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার তিন ঘন্টায় মধ্যে একটি বিভাগের অনার্স চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপে লোক-প্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৫ম ব্যাচের এ ফলাফল প্রকাশ করা হয়।
১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক পদে নিয়োগে প্রাথমিক বাছাই পর্বে এপারেড পেপার দেখিয়ে এই বিভাগের অনেক শিক্ষার্থী সিলেক্ট হয়েছে।
এসকল শিক্ষার্থীদের আগামী ১৮ তারিখ এর মধ্যে তাদের আসল সার্টিফিকেট দেখাতে হবে। তাদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সমন্বয়ে দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করার সিদ্বান্ত নেয়।
এ ব্যাপারে লোক-প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান জুবায়ের ইবনে তাহের বলেন, খুব ভালো লাগছে আমি বিভাগীয় প্রধান হওয়ার পর এই প্রথম বিভাগে চূড়ান্ত ফলাফল প্রকাশ হলো ।
শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য উপাচার্য স্যার, বিভাগের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি।
আরো পড়ুন:
0 responses on "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার তিন ঘন্টায় মধ্যে অনার্স চূড়ান্ত ফলাফল প্রকাশ"