বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান চিকিৎসা

[১] এইডস [AIDS : Acquired Immuno Deficiency Syndrome]:-  এইডস একটি সাংঘাতিক রোগ, যেটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে নষ্ট করে দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয় । এখনও পর্যন্ত এই প্রাণঘাতী রোগের কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি । 1981 সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই রোগকে প্রথম সনাক্ত করা হয় । জানা গিয়েছে যে,HIV নামে একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী ।

• এইডস সংক্রমণের লক্ষণ :-  HIV ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পর সাধারণত 2 — 10 বছরের মধ্যে AIDS রোগের লক্ষণ প্রকাশিত হয় । এই রোগের প্রধান কয়েকটি লক্ষণ হল :

[i]  দেহের ওজন ব্যাপকভাবে কমে যাওয়া ,

[ii]  ক্রমাগত পেট খারাপ হওয়া, যেটি একেবারে এক মাসের বেশি সময় ধরে চলতে থাকে,

[iii]  প্রায়ই জ্বর হওয়া,

[iv] মুখে, জিভে ও গলায় ঘা,

[v]  আক্রান্ত দেহে হারপিসসহ ত্বকের অন্যান্য রোগের আবির্ভাব ,

[vi] যক্ষ্মা, নিউমোনিয়া জাতীয় রোগ,

[vii] ক্যান্সার প্রভৃতি ।

ওপরের এই সব রোগ লক্ষণ প্রকাশিত হওয়ার এক থেকে ছ’বছেরের মধ্যে রোগীর মৃত্যু হয় ।

এইডস প্রতিরোধ করার জন্য অবশ্য পালনীয় নিয়মাবলী:-

[i]  সেলুন বা নাপিতের কাছে অন্য লোকের ব্যবহার করা ব্লেড, ক্ষুর বা রেজার ব্যবহার করা উচিত নয় ।

[ii] রক্ত নেওয়ার সময় প্রথমে রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে, রক্তদাতার AIDS আছে কি না ।

[iii] সব সময় একবার ব্যবহারযোগ্য ডিসপোজেবল [Disposable] ইনজেকশন সিরিঞ্জ ও সূচ ব্যবহার করা উচিত ।

[iv] অজানা ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গ করা উচিত নয় ।

[২] হেপাটাইটিস [Hepatitis]:- ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ক্ষতিকারক রোগ হল হেপাটাইটিস । এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির যকৃত ক্ষতিগ্রস্থ হয় এবং যকৃতের প্রদাহ সৃষ্টি হয় । সাধারণত দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে হেপাটাইটিস A রোগের সংক্রমণ ঘটে এবং আক্রান্ত ব্যক্তি রক্ত গ্রহণ অথবা সংক্রামিত ব্যক্তির রক্তের সংস্পর্শযুক্ত ইনজেকশনের সূচ ব্যবহারের জন্য হেপাটাইটিস-B  রোগের সংক্রমণ ঘটতে পারে । হেপাটাইটিস-B হল অত্যন্ত ভয়াবহ ও ক্ষতিকারক রোগ । সঠিক সময়ে এই রোগ ধরা না পড়লে এই রোগে প্রায়ই মৃত্যু হতে দেখা যায় ।

[৩] ম্যালেরিয়া [Malaria] :-  Plasmodium vivax নামে আদ্যপ্রাণীর সৃষ্টি করা একটি ক্ষতিকারক রোগ হল ম্যালেরিয়া । এই রোগের অন্যতম লক্ষণগুলি হল — 2 —3 দিন পর পর প্রবল জ্বর, রক্তাল্পতা, যকৃত ও প্লীহার বৃদ্ধি এবং প্রদাহ প্রভৃতি । আক্রান্ত ব্যক্তির রক্তে ম্যালেরিয়া রোগের জীবাণু পাওয়া যায় এবং স্ত্রী-অ্যানোফিলিস মশার দংশনের মাধ্যমে এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে রোগের সংক্রমণ ঘটতে পারে ।

• প্রতিরোধ:- রক্ত বাহিত রোগগুলি যাতে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ ব্যক্তির দেহে সংক্রামিত হতে না পারে, সেই কারণে কোনো লোকের কাছ থেকে রক্ত নেওয়ার আগে ভালোভাবে রক্ত দাতার রক্তে জীবাণুশূণ্যতা সম্পর্কে নিশ্চিন্ত হওয়া প্রয়োজন ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline