বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি):
- বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম- বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি)
- বিজিবির পূর্বনাম- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)
- বাংলাদেশ রাইফেলসের পূর্বনাম- রামগড় লোকাল ব্যাটালিয়ন
- বিজিবির মহাপরিচালক- মেজর জেনারেল আনোয়ার হোসেন
- বিজিবির সদর দপ্তর- পিলখানা
- পিলখানা বিদ্রোহ সংঘটিত হয়- ২৫ ফেব্রুয়ারি ২০০৯
- বিদ্রোহী বিডিআর জওয়ানরা আত্মসমর্পণ করে- ২৬ ফেব্রুয়ারি ২০০৯
- অপারেশন রেবেল হান্ট- বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য অভিযান
বাংলাদেশ কোস্ট গার্ড:
- বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর- ঢাকার আগারগাঁও
- বাংলাদেশের উপকূলীয় সীমান্তের দৈর্ঘ্য- ৭১১ কিমি
- কোস্ট গার্ডের মহাপরিচালক- রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেইন
- কোস্ট গার্ডের জাহাজের নাম- রূপসী বাংলা (চোরাচালান দমনে নিয়োজিত)
- অন্য জাহাজের নাম- শ্বেত গাং, পোর্ট গ্যান্ড
র্যাব:
- র্যাব (RAB)- Rapid Action Battalion
- র্যাব প্রতিষ্ঠিত হয়- ২৬ মার্চ, ২০০৪
- মহিলা র্যাব সদস্যরা কার্যক্রম শুরু করেন- ১০ অক্টোবর ২০০৫
- র্যাব-র পূর্বনাম- RAT (Rapid Action Team)
- র্যাট প্রতিষ্ঠিত হয়- ২৫ জানুয়ারি ২০০৩
- র্যাবের সদর দপ্তর- কুর্মিটোলা, ঢাকা
- র্যাবের বর্তমান মহাপরিচালক- মোখলেছুর রহমান
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।