4. দেশি শব্দ : স্থানীয় আদিগোষ্ঠীর অর্থাৎ অনার্য ভাষার (দ্রাবিড়, কোল, ভীম, সাঁওতাল প্রভৃতি জাতি) যে সব শব্দ বাংলায় ব্যবহৃত হয়, সে সব শব্দকে দেশি শব্দ বলা হয়।
যেমন: ঢেঁকি, কুলা, ঝাড়, কয়লা, ঝিঙা, টং, ঝাড়, গাড়ি, ছাই ডাসা প্রভৃতি।
5. বিদেশি শব্দঃ বাংলা ভাষা মিশ্রভাষা। এই ভাষায় রয়েছে বিভিন্ন বিদেশী ভাষার শব্দ। এসব বিদেশী শব্দের দ্বারা বাংলাভাষার ভান্ডার আজ সমৃদ্ধ। এগুলোর পরিচয় নিম্নে দেওয়া হলোঃ
ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দঃ
আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, কম, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, খোদা, খাতা, গোলাপ, গোয়েন্দা, জোড়, জবাব, তোপ, তীর (বাণ), তৈয়ার, চশমা, মোকদ্দমা, মালিক, দরিয়া, রোজ, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, দরজা, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সিপাহী, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি।
তুর্কি ভাষার শব্দঃ
আলখাল্লা, বাবা, বাবুর্চি, খান, বাহাদুরবোচকা, উর্দু, কাঁচি, কাবু, কুলি, তোপ, দারোগা, ইত্যাদি।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।