বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য সমোচ্চারিত শব্দ

আঃ

আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।

আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।

 

আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।

আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।

 

আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।

আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।

 

আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।

আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।

 

আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।

আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।

 

আকিঞ্চনঃ দৈন্য, নিঃস্বতা

আকুঞ্চনঃ সংকোচন ।

 

আবরণঃ আচ্ছাদান

আভরণঃ অলংকার ।

 

আত্মাঃ নিজ

আপ্তাঃ গৃহিত, প্রাপ্ত ।

 

আদাঃ আর্দ্রক

আধাঃ অর্ধেক ।

 

আধিঃ মনঃপীড়া

আদিঃ মূল ।

 

আনকঃ ঢাক

আনকাঃ অপরিচিত

 

আবৃতিঃ আবরণ

আবৃত্তিঃ পাঠ

 

আবৃতঃ আচ্ছাদিত

আবৃত্তঃ পুনরাগত

 

আকাটঃ নিরেট

আকাঠঃ বাজে কাঠ

 

আবহঃ উৎপাদক

আহবঃ যুদ্ধ ।

 

আসঃ এস, আগমন, কর

আশঃ অশন,ভোজন

আশঃ তন্তু ।

 

আকালঃ দুঃসময়

আকালিকঃ অকালে উৎপন্ন

অকালঃ অসময় ।

 

আঙ্কিকঃ অংকবিশিষ্ট

আঙ্গিকঃ অঙ্গ সম্বন্ধীয় ।

 

আকরঃ খনি

আখমঃ অক্ষর ।

 

আগমঃ আগমন

আগামঃ অগ্রিম

 

আঘ্রাণঃ গন্ধ গ্রহণ

অঘ্রাণঃ অগ্রহায়ন মাস

 

আঁচলঃ অঞ্চল

অচলঃ স্থির

 

আহুতিঃ হোম

আহূতিঃ আহবান

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline