বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য সমোচ্চারিত শব্দ

আঃ

আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।

আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।

 

আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।

আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।

 

আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।

আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।

 

আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।

আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।

 

আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।

আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।

 

আকিঞ্চনঃ দৈন্য, নিঃস্বতা

আকুঞ্চনঃ সংকোচন ।

 

আবরণঃ আচ্ছাদান

আভরণঃ অলংকার ।

 

আত্মাঃ নিজ

আপ্তাঃ গৃহিত, প্রাপ্ত ।

 

আদাঃ আর্দ্রক

আধাঃ অর্ধেক ।

 

আধিঃ মনঃপীড়া

আদিঃ মূল ।

 

আনকঃ ঢাক

আনকাঃ অপরিচিত

 

আবৃতিঃ আবরণ

আবৃত্তিঃ পাঠ

 

আবৃতঃ আচ্ছাদিত

আবৃত্তঃ পুনরাগত

 

আকাটঃ নিরেট

আকাঠঃ বাজে কাঠ

 

আবহঃ উৎপাদক

আহবঃ যুদ্ধ ।

 

আসঃ এস, আগমন, কর

আশঃ অশন,ভোজন

আশঃ তন্তু ।

 

আকালঃ দুঃসময়

আকালিকঃ অকালে উৎপন্ন

অকালঃ অসময় ।

 

আঙ্কিকঃ অংকবিশিষ্ট

আঙ্গিকঃ অঙ্গ সম্বন্ধীয় ।

 

আকরঃ খনি

আখমঃ অক্ষর ।

 

আগমঃ আগমন

আগামঃ অগ্রিম

 

আঘ্রাণঃ গন্ধ গ্রহণ

অঘ্রাণঃ অগ্রহায়ন মাস

 

আঁচলঃ অঞ্চল

অচলঃ স্থির

 

আহুতিঃ হোম

আহূতিঃ আহবান

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline