গোড়া :নিচের অংশ
গোঁড়া অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
বাঁ :বাম
বা :অথবা, কিংবা
রোদ :রৌদ্র
রোধ :প্রতিরোধ, বাধা দেয়া
ক্ষুরধার প্রচণ্ড ধারালো
ক্ষুরধারা ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত
সাড়া শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া
সারা :সমগ্র, শেষ, আকুল
সোনা :স্বর্ণ
শোনা :শ্রবণ
দেড়ী :দেড়গুণ
দেরি : বিলম্ব
জোর :বল, শক্তি, সামর্থ্য
জোড় :যুগল
পাড়ি :পারাপার
পারি :সমর্থ বা সক্ষম হই
শ্মশ্রু :দাড়ি
শ্ব্শ্রু : শাশুড়ি
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর