জসীম উদ্দীনঃ
নাটকঃ পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে।
মনে রাখার কৌশলঃ পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে
উপন্যাস: বোবা কাহিনী
কাব্য মনে রাখার কৌশলঃ হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী,
জলে লেখন
হাসু,
নকশী কাথার মাঠ
ডালিম কুমার,
কাফনের মিছিল
সখিনা,
সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী,
রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে,
রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি,
মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না
জীবনানন্দ দাশঃ
উপন্যাসঃ জলপাই হাটি, সতীর্থ, কল্যানী, মাল্যদান
প্রবন্ধঃ কবিতার কথা
মনে রাখার কৌশলঃ সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল
উপন্যাসঃ
জলপাই হাটি
সতীর্থ
কল্যানী
মাল্যদান
প্রবন্ধঃ
কবিতার কথা
কাব্যঃ রুপসী বাংলা, বনলতা সেন, ধূসর পান্ডুলিপি, ঝরাপালক, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির, মহা পৃথিবী।
কাব্য মনে রাখার কৌশলঃ এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল।
রুপসী বাংলা
বনলতা সেন
ধূসর পান্ডুলিপি
ঝরাপালক
বেলা অবেলা কালবেলা
সাতটি তারার তিমির
মহা পৃথিবী
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।