(প্রবন্ধ-সাহিত্য আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)
দীনবন্ধু মিত্রঃ
নাটকঃ জামাই বারিক , লীলাবতী, নবীন তপস্বিনী ,কমলে কাহিনী ,নীল দর্পণ (নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ)
প্রহসনঃবিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী
সহজে মনে রাখার উপায়ঃ নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকেনিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
গিরিশচন্দ্র ঘোষঃ
ঐতিহাসিক ও পৌরণিক নাটকঃ ছত্রপতি শিবাজী, মীরজাফর, সিরাজদ্দৌলা, লক্ষণবধ, রাবনবধ, পান্ডব গৌরব, অভিমন্যু বধ ও সীতা হরণ।
মনে রাখার কৌশলঃ ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানা বনবাসে সীতাকে হরণ করলেন
অর্থাৎ, ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
রাবনবধ
পান্ডব গৌরব
অভিমন্যু বধ ও সীতা হরণ
দ্বিজেন্দ্রলাল রায়ঃ
নাটকঃ কল্কি অবতার, সিংহল বিজয়, বঙ্গনারী, সাজাহান, নূরজাহান, প্রায়চিত্ত, পূনর্জন্ম, প্রতাপ সিংহ, চন্দ্রগুপ্ত, দূর্গাদাস, আনন্দ বিদায়।
মনে রাখার কৌশলঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে
ক – কল্কি অবতার
সি –সিংহল বিজয়
সাবনুর- বঙ্গনারী
সা- সাজাহান
নূর-নূরজাহান
প্রায় – প্রায়চিত্ত
জন্ম – পূনর্জন্ম
প্রতাপ -প্রতাপ সিংহ
চন্দ্র –চন্দ্রগুপ্ত
দাস –দূর্গাদাস
আনন্দ – আনন্দ বিদায়
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।