নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

দেশের প্রশাসনিক কাজ কর্ম পরিচালিত হয় : আইনসভা প্রণীত আইনের আলোকে।
জনগণের নির্বাচিত প্রতিনিধি : আইনসভার সদস্যগণ।
জাতীয় সংসদ অকার্যকর হওয়ার কারণ : সংসদ সদস্যদের সংসদ বর্জন।
সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা : দারিদ্র্য।
দারিদ্র ও অশিক্ষিত জনগণের মধ্যে দেখা যায় : সচেতনতার অভাব।
দরিদ্র ও অসচেতন জন গণ সুশাসন প্রতিষ্ঠার উপায় সম্পর্কে : অজ্ঞ ও উদাসীন।
সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত : শক্তিশালী, দক্ষ ও কার্যকর স্থানীয় সরকার।
রাজনীতিতে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় ও নেতৃত্বের বিকাশ ঘটে : কার্যকর স্থানীয় সরকার দ্বারা।
সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে স্থানীয় সরকার কাঠামো : খুবই দুর্বল ও অকার্যকর।
গণতন্ত্রের সফলতার মূল শক্তি : জনগণের সচেতনতা।
নাগরিক অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ : জনগণের সজাগ দৃষ্টি।
সুশাসনের চাবিকাঠি : সচেতনতা।
সরকার প্রশাসন যন্ত্র স্বেচ্ছাচারী হয়ে ওঠে। : জনগণ সচেতনতা না হলে।
এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে রক্ষা করা যায় : ক্ষমতার ভারসাম্য।
ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃত কার্যকর : আমেরিকা যুক্তরাষ্ট্রে।
সুশাসনের জন্য প্রয়োজন : স্বাধীন ও শক্তিশালী সংবাদ মাধ্যম।
মানবাধিকার রক্ষা করা, মৌলিক অধিকার উপভোগের অনুকূল পরিবেশ রক্ষা, জবাবদিহিতা কার্যকর, করা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া।
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় : সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া।
জাতীয় চেতনা ও দেশপ্রেম ক্ষতিগ্রস্ত হয় এবং মানবাধিকার ভূলুণ্ঠিত হয় : অসাম্প্রদায়িক চেতনার অভাবে।
মানুষ সরকার ও রাষ্ট্র প্রণীত আইন মেনে চলে : শুধু শাস্তির ভয়ে।
মানুষ রাষ্ট্র ও সরকারকে মেনে চলে : বিবেকবোধ, প্রজ্ঞা, উচিত- অনুচিত, ভাল-মন্দ বিচার করে।
সরকার ও সরকারের প্রশাসন যন্ত্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের সুকুমার বৃত্তি পরিশীলিত করে : নৈতিক মূল্যবোধ।
আইনের শাসনের প্রাণ তোমার নির্ভর করে : তিনটি প্রবৃত্তির উপর।
আইনের শাসনের প্রাণভোমরা প্রবৃত্তিগুলো হল : শাসকের ন্যায়পরায়ণ, আচরণ, নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ ও আইনের শাসনের উপর্যুক্ত পরিবেশ।
আইন কার্যকর করবে : আদালত।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline