আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে২৪ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত (অনলাইনে)
আবেদন ফি: ১০০০ টাকা (টেলিটকে)
.
আবেদনের যোগ্যতা:
→২০১৩ অথবা ২০১৪ সালের
এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং ২০১৫ অথবা ২০১৬
সালের এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা কেবলমাত্র অংশগ্রহনের সুযোগ পাবে।
.
→দেশের যেকোনো বোর্ডের বিজ্ঞান
বিভাগ থেকে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক
পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ’র যোগফল ৯.০০ হতে হবে।
.
→আলাদা আলাদা বোর্ড পরীক্ষায়
প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে
হবে। এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক’র জীববিজ্ঞানে
জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
.
পরীক্ষা পদ্ধতি:
→পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে।
জিপিএ ২০০ এবং লিখিত পরীক্ষা ১০০
নম্বর।
.
::জিপিএর উপর নম্বর গণনা:
ক. এসএসসি (ssc) বা মাধ্যমিকির জিপিএ এর ১৫ গুণ = ৭৫
খ. এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকর জিপিএ এর ২৫ গুণ =
১২৫
.
পরীক্ষার মানবন্টন:
✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২৫
✎ ইংরেজী– ১৫
✎ সাধারণ জ্ঞান- ১০
.
অন্যান্য তথ্যাবলী:
→পরীক্ষায় পাশ নম্বর ৪০।
→প্রবেশপত্র: ০১-০৩ নভেম্বর
→ভর্তি পরীক্ষা: ০৪ নভেম্বর।
.
::ইতিমধ্যেই সরকারি মেডিকেলে বা
ডেন্টাল কলেজে ভর্তি থাকা কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে, তার মোট
নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।
.
বিস্তারিতঃ http://dghs.gov.bd/index.php/…/home/4282-2016-10-10-19-27-02
0 responses on "বিডিএস (ডেন্টাল) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭"