বাংলা সাহিত্যের প্রস্তুতি

­=
বাংলা সাহিত্যের এই প্রস্তুতিমুলক পর্বটি প্রিলি ও লিখিত ২অংশের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। আসুন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটু আড্ডা দেই।
:
রবীন্দ্রনাথ একদিন আমাকে কী বলেছেন জানেন? শুনুন তাহলে, তিনি আমাকে বলছেন- “”করা “” করে আমাকে “”বউ ঠাকুরানীর হাটে “” পৌঁছে দাও। সেখানে “”রাজর্ষি””র সাথে আমার বিয়ে হবে। কিন্তু “”নৌকাডুবি “”র ফলে তার সাথে “”যোগাযোগ “” বন্ধ হওয়ায় আমি এখন তার “”চোখের বালি “”। আমার “”দুইবোন “” ও একভাই “”গোরা””কে “”ঘরে বাইরে “” খুঁজে না পেয়ে “”চতুরঙ্গে””র কষাঘাতে “”মালঞ্চে “” বসে “”শেষের কবিতা””র “”চার অধ্যায় “” লিখছি।
:
হায়রে কি মজার কাহিনী! এই কাহিনীটা আজকেই আপনি আপনার গার্লফ্রেন্ড/­বয়ফ্রেন্ড বা বন্ধুকে বলবেন। যদি শুদ্ধ করে বলতে পারেন, তাহলে বুঝবেন ২লাইনের কাহিনীতে ১৩টি উপন্যাস আপনার জানা হয়ে গেছে। উপরে ইনভার্টেড কমার মধ্যে থাকা শব্দগুলোই রবি ঠাকুরের উপন্যাস।
:
এবার আসুন রবীন্দ্রনাথ রেগে আমাকে কি বলছেন শুনুন –
আমি “”রুদ্রচন্দ্র “” ও “”মালিনী “”কে বলব “”রাজা “” ও “”রানী””কে “”বিসর্জন “” দিয়ে “”প্রকৃতির প্রতিশোধ “” নিতে।
:
কী রাগ রবীন্দ্রনাথ এর! তাঁর এই রাগের কথা আপনি কারো কাছে ফাঁস করে দিতে পারলেই আপনার ৫টা কাব্যনাট্য শিখা হয়ে যাবে। উপরে ইনভার্টেড কমার মধ্যে দেয়া শব্দগুলোই রবীন্দ্রনাথ এর কাব্যনাট্য।
:
তবে রবি ঠাকুর বেশ ধার্মিক ও ছিলেন। মাঝে মাঝে পূজা ও দিতেন। একদিন আমি তার ঘরে গিয়ে শুনছি তিনি বলছেন- “”চন্ডালিকা “” তুমি “”চিত্রঙ্গদা “”কে নিয়ে “”শ্যামা “”র চরনে “”নটির পুজা “” দিয়ে আস।
:
এতক্ষন তো তার রাগের কথা ফাঁস করার প্ল্যান করেছেন। এইবার তার এই ভাল কাজের কথাও সবাইকে বলুন। যদি বলতে পারেন তবে রবীন্দ্রনাথ এর নৃত্যনাট্য গুলো আপনার জানা হয়ে যাবে। উপরে ইনভার্টেড কমায় থাকা শব্দগুলোই তার নৃত্য নাট্য।

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline