বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 57
বাংলাদেশ বিষয়াবলি | 561. কর্ণফুলী নদীর উপর সেতুর নাম –
- কর্ণফুলি সেতু
- শাহ্ আমানত সেতু
- চট্টগ্রাম সেতু
- কিংস সেতু
562. চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত ?
- রংপুর
- গাইবান্ধা
- নীলফামারী
- দিনাজপুর
563. সোনা মসজিদ’ স্থলবন্দরটি কোথায় ?
- লালমনিরহাট
- দিনাজপুর
- পঞ্চগড়
- চাঁপাই নবাবগঞ্জ
564. বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে ?
- ব্রড গেজ
- মিটার গেজ
- ন্যারো গেজ
- ডুয়েল গেজ
565. স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুস্কাল কত বছর ?
- ৬০ বছর
- ৮০ বছর
- ১০০ বছর
- ১১০ বছর
566. ২০১৫ সালের তথ্য অনুযায়ী সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় দেশে মোট কত কি.মি. মহাসড়ক রয়েছে?
- ২২,২২৫ কি.মি.
- ২০,৫৬০ কি.মি.
- ২১,৫৭১ কি.মি.
- ২১,২২৫ কি.মি.
567. দীর্ঘতম রেলরুট কোনটি ?
- জয়দেবপুর-খুলনা
- জয়দেবপুর-লালমনিরহাট
- ঢাকা-সিলেট
- ঢাকা-চট্টগ্রাম
568. পাকশিতে পদ্মা নদীর উপর নির্মিত নতুন সেতুর নাম কি ?
- হার্ডিঞ্জ ব্রিজ
- পদ্মা সেতু
- লালন শাহ্ সেতু
- পাকশি সেতু
569. চালনা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সাল থেকে ?
- 1950
- 1951
- 1952
- 1953
570. ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইপ্রান্ত কি হবে ?
- জয়দেবপুর-নারায়ণগঞ্জ
- জয়দেবপুর-গুলিস্থান
- জয়দেবপুর-যাত্রাবাড়ী
- জ্যদেবপুর-সদরঘাট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
আরও পড়ুন :
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 58
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 56
বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 55
0 responses on "বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান মডেল টেস্ট"