বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 47
461. ঢাকা শহরের কোন এলাকায় বেনারশী শাড়ি তৈরী হয় ?
- ডেমরা
- মিরপুর
- টঙ্গী
- তাঁতীবাজার
462. টিকাদান কর্মসূচীতে বর্তমানে বাংলাদেশে কতটি টিকা দেয়া হয়?
- ৬ টি
- ১২ টি
- ৮ টি
- ১০ টি
463. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাঁথা কোথায় অবস্থিত?
- রাজশাহী সেনানিবাস
- কুমিল্লা সেনানিবাস
- রংপুর সেনানিবাস
- চট্টগ্রাম সেনানিবাস
464. বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
- ৪ মার্চ ২০১৫
- ৩ মার্চ ২০১৫
- ২ মার্চ ২০১৫
- ১ মার্চ ২০১৫
465. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?
- টাইম
- নিউজ উইক্স
- ইকোনোমিস্ট
- ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্লি
466. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ?
- বাঘা
- ওরা এগার জন
- সংগ্রাম
- হুলিয়া
467. বাংলাদেশের সংবাদ সংগঠন –
- এপি
- রয়টার
- ইউএনবি
- এএফপি
468. বাংলাদেশের প্রথম সিনেমা হল –
- পিকচার হাউস
- শাবিস্থান
- রূপমহল
- গুলিস্থান
469. বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা –
- ৭ টি
- ৯টি
- ১২টি
- ১৫টি
470. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ?
- সবুজপত্র
- শনিবারের চিঠি
- ধুমকেতু
- কল্লোল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 47"