বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41
401. একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
- জুম্মা খান
- উক্যাচিং মারমা
- মউছিং মারমা
- চ্যাং
402. এনালগ এবং ডিজিটাল কম্পিউটরের বৈশিষ্টের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে –
- ডেস্কটপ
- ডিজিটাল
- হাইব্রিড কম্পিউটার
- ল্যাপটপ
403. বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
- 200
- 231
- 223
- 270
404. বঙ্গোপসাগরের মৎস্য চারণ ক্ষেত্র কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৬টি
405. উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
- প্রথম ২০চরন
- প্রথম ৪ চরন
- প্রথম ১০ চরন
- প্রথম ২১ চরন
406. খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
- গাজিপুর
- মহাস্থানগড়
- দিনাজপুর
- সোনারগাঁয়ে
407. শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
- ৩০ জুন ২০১৫
- ২৫ জুন ২০১৫
- ৫ জুলাই ২০১৫
- ৩ জুলাই ২০১৫
408. প্রশ্নঃ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
- আসাম
- মিজোরাম
- ত্রিপুরা
- নাগাল্যান্ড
409. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় ?
- ঠাকুরগাঁও
- রংপুর
- নওয়াবগঞ্জ
- বাগেরহাট
410. কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
- চীন
- রাশিয়া
- ভারত
- জাপান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 41"