বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 33
321. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
- সিলেটের বনভূমি
- পার্বত্য চট্টগ্রামে বনভূমি
- ভাওয়াল ও মধুপুরের বনভূমি
- খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
322. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-
- ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
- বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
- ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
- দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
323. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- করতোয়া
- গঙ্গা
- ব্রহ্মপুত্র
- মহানন্দা
324. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল-
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসিরা
- পর্তুগিজরা
325. বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা কবে থেকে চালু করা হয়?
- ১৬ই ডিসেম্বর,১৯৭১
- ১৭ই জানুয়ারী,১৯৭২
- ২৬শে মারছ, ১৯৭২
- ১৭ই জুন, ১৯৭২
326. দেশে ডপলার রাডার স্টেশন আছে কতটি?
- 1
- 3
- 5
- 7
327. বাংলাদেশের সাথে ভারত ও মায়নমারের সংযোগ রয়েছে কথোয়?
- ফেনী
- কক্সবাজার
- বান্দারবান
- রাঙ্গামাটি
328. বাংলাদেশের প্রথম মহিলা পাইলট-
- বেগম রওশন আরা
- কানিজ ফাতেমা রোকশানা
- জাকিয়া আখতার
- বেগম জাকিয়া সুলতানা
329. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়ে ছিল?
- 60
- 63
- 64
- 65
330. ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
- মোহাম্মদ হানিফ
- মির্জা আব্বাস
- সাদেক হোসেন খোকা
- বদিউর রহমান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 33"