বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26
251. বৃটেনের রাণী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন?
- ফিজি
- কানাডা
- অস্ট্রিয়া
- অস্ট্রেলিয়া
252. বাংলাদেশে রঙ্গিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
- 1979
- 1980
- 1981
- 1982
253. প্রথম আই, সি, সি, ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
- গাজী আশরাফ হোসেন লীপু
- আকরাম খান
- আমিনুল ইসলাম বুলবুল
- শফিকুল হক হীরা
254. বাংলাদেশে প্রথম বেসরকারী ব্যাংক কোনটি?
- ন্যাশনাল ব্যাংক
- আরব বাংলাদেশ ব্যাংক
- আই, এফ, আই, সি, ব্যাংক
- দি সিটি ব্যাংক
255. সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
- শেখ নিয়ামত শাকের
- জহির রায়হান
- সুভাষ দত্ত
- খান আতা
256. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
- 1991
- 1994
- 1992
- 1995
257. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশী বলে পরিচিত হবেন?
- ৬ (১)
- ৬ (২)
- 7
- 8
258. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
- প্রফেসর আব্দুল হাই
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- কাজী মোতাহার হোসেন
- অধ্যাপক মাযহারুল ইসলাম
259. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
- রামপাল
- ধর্মপাল
- চন্দ্রগুপ্ত
- আদিশূর
260. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
- কুসুম্বা মসজিদ
- বড় সোনা মসজিদ
- ষাট গম্বুজ মসজিদ
- সাত গম্বুজ মসজিদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 26"