বাংলাদেশ-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 22
211. ১৯৪৭ সাল পর্যন্ত বৃহত্তর কুমিল্লা কোন স্বাধীন রাজ্যের অংশ ছিল?
- মিজোরাম
- ত্রিপুরা
- আসাম
- অরুণাচল
212. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে গণপরিষদে গৃহীত হয়?
- ১৬ ডিসেম্বর১৯৭২
- ১২ অক্টোবর১৯৭২
- ৪ঠা নভেম্বর ১৯৭২
- ১৬ ডিসেম্বর১৯৭৩
213. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
- আব্দুস সুলতান
- শামীম সিকদার
- সৈয়দ আব্দুল্লাহ খান
- হামিদুজ্জামান খান
214. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
- ইউরিয়া
- টিএসপি
- সুপারফসফেট
- অ্যামোনিয়া
215. বীরপ্রতীক W A S Ouderland কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন
- সুইজারল্যান্ড
- হল্যান্ড
- জার্মানি
- বেলজিয়াম
216. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
- ড.মাহমুদ হাসান
- ড.রমেশচনদ্র মজুমদার
- স্যার এ এফ রহমান
- ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
217. বাংলাদেশের পতাকার প্রাথমিক রূপকার কে?
- জয়নুল আবেদীন
- কামরুল হাসান
- শিবনারায়ণ দাস
- নিতুন কুণ্ডু
218. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?
- স্যার সৈয়দ আহমদ খান
- এ কে ফজলুল হক
- স্যার সলিমুল্লাহ
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
219. মুজিব-ইন্দিরা চুক্তি হয় কবে?
- ১৯৭১ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৪ সালে
- কোনটিও নয়
220. Asia pacific Economic co- operation (APEC) ফোরামে ১৯৯৩ এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- অস্ট্রেলিয়া
- জাপান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশ-বিষয়াবলি - সাধারণ-জ্ঞান - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 22"