এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 186
1853. নারী সহিংস আচরণের শিকার হয় –
- পুরুষের দ্বারা
- নারীর দ্বারা
- শিশুর দ্বারা
- পরিবার দ্বারা
A,B
1854. লমব্রোসো ছিলেন একজন –
- অপরাধ বিজ্ঞানী
- সমাজবিজ্ঞানী
- দার্শনিক
- নৃবিজ্ঞানী
1855. এইডস কেন হয়?
- সংক্রমিত রোগীর চোখের পানির সংস্পর্শে
- এইচআইভি ভাইরাস আক্রমণ করলে
- সংক্রমিত রোগীর থালা বাসন ব্যবহার করলে
- আক্রান্ত রোগীর সাথে আলিঙ্গন করলে
1856. বাংলাদেশে সামাজিক সমস্যাগুলোর মধ্যে সর্বাধিক অমানবিক ও বেদনাদায়ক সমস্যা কোনটি?
- জনসংখ্যা সমস্যা
- বেকার সমস্যা
- যৌতুক প্রথা
- অপরাধ
1857. কিশোররা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে –
- আকাশ সংস্কৃতির প্রভাবে
- প্রতিষ্ঠা লাভের আশায়
- বাবা-মার কর্মব্যস্ততায়
- পারিবারিক অভাব-অনটনে
A,C
1858. সামাজিক রীতিনীতি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখন কী ঘটে?
- বিশৃঙ্খলা সৃষ্টি হয়
- নৈতিক অবনতি শুরু হয়
- সমাজে ভাঙন শুরু হয়
- দুর্নীতি শুরু হয়
1859. বাংলাদেশে যৌতুক প্রথা উচ্ছেদের জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা যায়?
- সামাজিক সচেতনতা বৃদ্ধি
- মহিলাদের জন্য কর্মক্ষেত্র তৈরি
- সামাজিক বর্জন পদ্ধতি
- সরকারি পদক্ষেপ
1860. সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো –
- দারিদ্রতা
- সামাজিক কুপ্রথা
- সামাজিক বিশৃঙ্খলা
- পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় – ২
এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
0 responses on ""বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার" এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 186"