সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রিয় ছাত্রছাত্রী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হল।
# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের অন্যতম প্রিয় গান ছিল কোনটি?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের অন্যতম প্রিয় গান ছিল ‘জয় বাংলা বাংলার জয়’।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?
উত্তর: মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল ‘জয় বাংলা’।
প্রশ্ন: কোন সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর অতর্কিতে আক্রমণ করে গণহত্যা শুরু করে।
প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর অতর্কিতে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। এই আক্রমণের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক শহিদ হন?
উত্তর: মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহিদ হন।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কত বাঙালি ভারতে আশ্রয় নেন?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় এক কোটির বেশি বাঙালি ভারতে আশ্রয় নেন।
প্রশ্ন: এ দেশের কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল?
উত্তর: শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের বিরোধী বাঙালিদের কাজ কী ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের বিরোধী বাঙালিরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে হানাদারদের দিয়েছিল। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল।
প্রশ্ন: ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানিরা কী পরিকল্পনা করে?
উত্তর: ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি শাসকেরা এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে।
প্রশ্ন: ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর কী ঘটেছিল?
উত্তর: ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিত্সক এবং কবি-সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে।
আরও পড়ুনঃ
0 responses on "আজকের আলোচনার বিষয়, বাংলাদেশ ও বিশ্বপরিচয়"