📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে

ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে

সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের এক জরিপে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলায় তরুণেরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের আর্ন বাড়াতে সক্ষম হয়েছেন।

বৃহত্তর ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ফ্রিল্যান্সারদের আর্ন বাড়তে দেখা গেছে। ঢাকা বিভাগে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প থেকে মোট প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ৫৬০ জন। এর মধ্যে সফলভাবে আউটসোর্সিংয়ে যুক্ত হয়েছেন ৪৮৫ জন। ঢাকার বিভিন্ন জেলায় তাদের সম্মিলিত আর্ন ৪১ হাজার ৫৭৯ ডলার বা ৩৩ লাখ ২৬ হাজার ৩২০ ঢাকা। ফ্রিল্যান্সারদের ব্যক্তিগত এই আয়ের পরিমাণ ক্রমে বাড়ছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহ জেলায় প্রশিক্ষণ পাওয়া ১৪০ জনের মধ্যে সফলভাবে ২৫ জন আউটসোর্সিং করে আর্ন করেছেন ৩ হাজার ২৬০ ডলার। নারায়ণগঞ্জে প্রশিক্ষণ গ্রহণকারী ৪০ জনের মধ্যে ১১ জন আউটসোর্সিংয়ের মাধ্যমে আর্ন করেছেন ১ হাজার ১৯০ ডলার। নরসিংদীতে ৪০ জনের মধ্যে থেকে ১৩২ জনের আর্ন ৮৩০ ডলার। টাঙ্গাইলে ১৬০ জনের মধ্যে থেকে ৩৫ জনের আর্ন ৩ হাজার ৩৪০ ডলার। কিশোরগঞ্জে প্রশিক্ষণ পাওয়া ২০০ জনের মধ্যে থেকে ৩২ জন আর্ন করেছেন ১ হাজার ৮৪০ ডলার। রাজবাড়ীতে ৮০ জনের মধ্যে থেকে ২৫ জন আর্ন করেছেন ২ হাজার ২৫০ ডলার। মাদারীপুরে ১৯ জন ১ হাজার ১৫০ ডলার আর্ন করেছেন। শরীয়তপুরে সাতজন আর্ন করেছেন ৪৩০ ডলার। মানিকগঞ্জে ১২০ জনের মধ্যে থেকে ৯০ জন ৭ হাজার ৫৬০ ডলার আর্ন করেছেন। ফরিদপুরে ৪৫ জন ৪ হাজার ৩৫৫ ডলার আর্ন করেছেন। গাজীপুরে ১৬০ জনের মধ্যে থেকে ৮০ জন ৯ হাজার ১০০ ডলার আর্ন করেছেন।

লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষণার্থী আমিনুল ইসলাম বলেন, ‘পারিবারিক টানাপোড়েনের মধ্যেও ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ফ্রিল্যান্সিং কোর্স শেষ করেছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ডেটা এন্ট্রির মতো কাজ শিখে আর্ন করা শুরু করেছি।’ প্রশিক্ষণ নেওয়া তাসমিন নাহার বলেন, ‘জানুয়ারিতে ৫০ দিনের গ্রাফিকস ডিজাইনের কোর্স করেছি। সফল প্রশিক্ষণ শেষে ছোটখাটো কাজ দিয়ে শুরু করেছিলাম। এখন ভালো আর্ন করছি।’

তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর চৌধুরী বলেন, ‘স্বাধীনভাবে উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং ভালো মাধ্যম। তথ্যপ্রযুক্তি বিভাগ প্রশিক্ষণ ও মেনটরিং দিয়ে সহযোগিতা করছে।

প্রকল্প পরিচালক মির্জা আলী আশরাফ বলেন, ‘২০১৪ সালে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটি মার্কিন ডলার আর্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারা দেশের ৬৪টি জেলায় ৬৫০টি ব্যাচে ১৩ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

আরো পড়ুন:

ভিকারুননিসার ইংলিশ ভার্সনে ৪৭০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

ফাযিল পরীক্ষায় নকল ৪ শিক্ষককে বহিষ্কার

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনষ্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

   
   

0 responses on "ফ্রিল্যান্সারদের আয় বাড়ছে"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved