📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ফোরাম প্রশ্নোত্তর – Sub-Registrar 2016

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

Sub-Registrar 2016

***সাব-রেজিস্ট্রার পরীক্ষা -২০১৬**
*** (পূর্ণাঙ্গ) প্রশ্ন ও সমাধান **

Sub Registrar Question and Answer

১. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ____।
C/A: ৮০ হবে।

২. একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন শিক্ষার্থী আছে?
Ans: ২৪০

৩. রোমান M প্রতীকের অর্থ কোনটি?
উত্তরঃ ১০০০

৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত?
উত্তরঃ ৭/৯

৫. ৩৩(১/৩)% এর সমান ভাগ্নাংশ কত হবে?
উত্তরঃ ১/৩

৬. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে।
ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
উত্তরঃ ২৮ দিন

৭. ৬০ মিটার দীর্ঘ রাশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ৩০

৮. যদি B = {x:x2=9, 2x=4} হয়, তবে B =?
উত্তরঃ {-3,3,2}

9. একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30০। গাছটি 12 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছ কত দূরে অবস্থিত?
উত্তরঃ 12√3 মিটার

১০. ৯০^০ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
উত্তরঃ ৯০^০

১১. ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়?
উত্তরঃ উচ্চতা

১২. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত?
উত্তরঃ ১৩:১২:৫

১৩। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
উত্তরঃ ৪০০

১৪. ৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
উত্তরঃ ৮ সে.মি.

১৫। যদি a+b+c =0 হয়, তবে a3+b3+c3 এর মান কত?
উত্তরঃ 3abc

১৬. 2^n÷2^(n-1)=কত?
উত্তরঃ 2

১৭. 3 cm, 4.5 cm, 5.5 cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তরঃ 6.75

১৮। পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
উত্তরঃ ইউরেনিয়াম

১৯. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে সময়ের পার্থক্য কত?
উত্তরঃ ৪ মিনিট

২০. সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তরঃ প্লাটিনাম

২১. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
Ans:ক্যাপসিসিন

২২। টাসস্ক্রিন মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন আবিষ্কারক কে?
বিল গেটস/চার্লস ব্যাবেজ/স্টিভ জবস/জর্জ বুশ
Not sure

২৩. KAFCO কোথায় অবস্থিত?
Ans:চট্টগ্রাম

২৪. ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
Ans:দুধ

২৫. নবায়নযোগ্য জ্বালানী কি?
Ans:পরমানু শক্তি

২৬. রূপসী বাংলার কবি কে?
Ans:জীবনানন্দ দাশ

২৭. ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি?
সদাচার
২৮. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
Ans:২ টি

২৯. “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?
Ans:ষ+ণ

৩০. নিচের কোন শব্দ অশুদ্ধ?
সুকেশী,
সুকেশা,
Ans:সুকেশীনী,
সুকেশিনী,

৩১. ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ans:অলংকার

৩২. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans:হ্যানা ক্যাথেরিন

৩৩. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Ans:সমাস

৩৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—
Ans:ধাতু

৩৫. ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?
Ans:উপন্যাস

৩৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
শারীরীক,
শারিরীক,
শারীরিক,
শারিরিক

Ans:শারীরিক

৩৭. কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
Ans:আনন্দময়ীর আগমনে

৩৮. যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে—
ব্যয়কুণ্ঠ

৩৯. শুদ্ধ বানান কোনটি?
সান্তনা,
সান্ত্বনা,
স্বান্তনা,
সান্তোনা

Ans:সান্ত্বনা,

৪০. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
Ans:জাপানী

৪১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—
Ans:নেপালে

৪২। ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা—
Ans:বিদ্যাপতি

৪৩. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—
Ans:১৮০১ সালে

৪৪. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
Ans:অন্নদামঙ্গল কাব্যের

৪৫. বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—
Ans:রোমান্টিক প্রণয়োপাখ্যান

৪৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Ans:নিষিদ্ধ লোবান

৪৭. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
Ans:গল্প

৪৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—
Ans:অগ্নিবীণা

৪৯. ‘আটকপালে’ বাগধারার অর্থ—
Ans:হতভাগ্য

৫০. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?
Ans:রঙ্গলাল

51. Which of the following is correct?
Ans: He speaks neither English nor French

52. Fill in the blank with the correct choice: ­ ‘How much did you ­­­ the book?’
Ans: pay for

53. Another word for ‘prejudice’ is-
Ans: bigotry

54. A review of the patient’s eating habits showed that her diet was ­­­ in vitamin B.
Ans: lacking

55. The bus is the ­­­ expensive way to get around.
Ans: least

56. Which one is the subject in the sentence?
To defrost this fridge takes ages
Ans: to defrost this fridge

57.We must buy the tickets (next week). here next week is-
Ans: adverbial

58. The expression “He is all but ruined.” means­­
Ans: he is nearly ruined

59. The phrase “To embrace a habit” means-
Ans: to eagerly engage in it

60. Kim was written by­
Ans: Kipling

61. Which of the following is not true about Shakespeare?
Ans: Novelist

62. An elegy is a ­
Ans: poem of lamentation

63. Which of the following is chronologically in order?
Ans: Shakespeare, Chaucer, Eliot, Donne

64. Ben Jonson introduced ­
Ans: Comedy of humours

65. A cliche is a ­
Ans: a worm out statement

66. What does ‘apartheid’ refer to?
Ans: discrimination

67. ‘Renaissance’ means the­
Ans: revival of learning

68. Fill in the blanks: ­
If he hadn’t been so tired, he___ ­­asleep so quickly.
Ans: wouldn’t have fallen

69. What is the antonym of ‘Apex’?
Ans: base

70. The word ‘ecological‘ is related to­­
Ans: environment

71. Which spelling is correct?
Ans: lying

72. Handy is the synonym of ­
Ans: useful

73. Choose the right preposition: ­­
‘We shall refrain ­­­­­­­­­ doing it.’
Ans: from

74. Fill in the blank with the right word:­
­­­­­­­­­­­­­ ___now follows is a party political broadcast.

Ans: What

৭৫. Which of the following is correct?
Ans: Sophieles’s tragedies are famous

৭৬) সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Ans: ২৮(২)

৭৭) ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
Ans: ৪টি

৭৮) মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কত?
Ans: ১৪২তম

৭৯) হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
Ans: মৌলভীবাজার

৮০) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়?
Ans: ১৫ সেপ্টেম্বর

৮১) ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
Ans: তিতাস

৮২) ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
Ans: এসডিজি

৮৩) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্র্মণ করেন?
Ans: ১৩৪৫

‘৮৪) ‘Statue of Peace’ কোথায় অবস্থিত?
Ans: নাগাসাকি

৮৫) বিশ্বের প্রথম মহিলা প্রধা্নমন্ত্রী কে?
Ans: শ্রীমাভো বন্দরনায়েক

৮৬) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
Ans: ১৮৬৩

৮৭) কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি?
Ans: মায়া কাজল

৮৮) ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Ans: ডিরোজিও

৮৯) হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?
Ans: কুষ্টিয়া-পাবনা

৯০) ২০১৫ সালে ‘World Food Prize’ কে পেয়েছেন?
Ans: স্যার ফজলে হাসান আবেদ

৯১) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
Ans: ২ বছর

৯২) Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
Ans: ব্রিটেন

৯৩) রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের নাম কি?
Ans: ডুমা

৯৪) রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
Ans: সামাজিক ন্যায়বিচার

৯৫) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে?
Ans: বাংলা ১১৭৬ সনে

৯৬) হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়?
Ans: হুগলী

৯৭) ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
Ans: তুরস্ক

৯৮) মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
Ans: ১০ এপ্রিল ১৯৭১

৯৯) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
Ans: ২টি

১০০) ড্রোন কি?
Ans: চালকবিহীন বিমান

 

Sub Registrar Exam Questions and Answers

Sub Registrar Exam 2016 Questions and Answers

Sub Registrar Exam Questions and Solutions

Sub Registrar MCQ Questions and Answers

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - Sub-Registrar 2016"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved