
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Fraction ( ভগ্নাংশ )
Fraction ( ভগ্নাংশ ) = Numerator ( লব ) /
Denominator (হর )
Proper fraction ( প্রকৃত ভগ্নাংশ )
— যে ভগ্নাংশের লব থেকে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে । যেমন ,
3/5 , 5/11
Improper fraction ( অপ্রকৃত ভগ্নাংশ )
— যে ভগ্নাংশের হর থেকে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে । যেমন ,
5/3 , 3/2
Complex fraction ( মিশ্র ভগ্নাংশ )
— যে ভগ্নাংশে কোন পূর্ন সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে । যেমন ,
2. 3/5, 3. 5/11
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon