Narration থেকে সব পরীক্ষায় কমপক্ষে একটি প্রশ্ন থাকে। আজকে আমরা সহজে Narration change শিখে নিব।
নিয়ম ১:
যদি কেউ কোন universal truth বলে তবে কোন পরিবর্তন হবে না।
Direct :They said, “We can not live without oxygen”.
Indirect : They said that we can not live without oxygen.
দেখুন, we পর্যন্ত পরিবর্তিত হয় নি।
Rahul said to me, “We are mortal”.
Rahul said to me that we are mortal.
He said, “Honesty is the best policy.”
He said that honesty is the best policy.
নিয়ম ২:
এ নিয়মটি একটু tricky, একটু সময় লাগবে কিন্তু একবার বুঝে নিলে আপনার narration change ৯০% হয়ে গেছে ধরে নিতে পারেন। আপনি যদি একবারে করতে পারেন খুব ভালো, না পারলে একটু একটু করে দেখেন।
গতমাসে আপনার বন্ধু শফিকের সাথে আপনার দেখা হল। তিনি বললেন, ” আমরা ভালো আছি। বাচ্চারা খেলছে। আমি আগামীকাল তোমার ভাবিকে নিয়ে হাসপাতালে যাব। গতকাল ও গিয়েছিলাম কিন্তু ডাক্তার ছিলেন না। রফিকের শরীর কেমন? শরীরের যত্ন নিও। আমি কি আগামী মাসে একবার ঘুরে আসতে পারব? তোমরা ভাল থেকো। বিদায়। “
এটিকে বলে direct speech,
এবার আপনার আরেক বন্ধু সবুজের সাথে আপনার দেখা হল। সে আপনাকে জিগ্যেস করল, “শফিক কি বলল রে?”
আপনি যখন নিজের ভাষায় বলতে যাবেন, সেটি হবে indirect speech.
এবার আপনি নিজেই চিন্তা কর, indirect speech এ এটি কি হতে পারে? আপনি সবুজ কে জানালেন –
শফিক বললেন যে তারা ভালো আছেন। বাচ্চারা খেলছিল। তিনি পরের দিন ভাবি কে নিয়ে হাসপাতালে যাবেন। আগের দিন ও গিয়েছিলেন কিন্তু ডাক্তার ছিলেন না। তিনি জানতে চেয়েছেন রফিকের শরীর কেমন। তিনি আমার শরীরের যত্ন নিতে বলেছেন। তিনি পরের মাসে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের ভালো থাকতে বলেছেন এবং বিদায় সম্ভাষণ করেছেন।
আপনি হয়ত ভাবছেন, পরের দিন কেন হল?
তাহলে আপনি বলতে চান, তিনি আগামীকাল ভাবি কে নিয়ে হাসপাতালে যাবেন। কিন্তু এই আগামীকাল কবের আগামীকাল?? আজকের না গতমাসের??
এখানে তিনটি পরিবর্তন হয়েছে:
১) ক্রিয়া ও তার সময়
২) কর্তা
৩) “” বাদ গিয়ে যে বসেছে।
এবার আমরা একটু Reporting verb এবং reported speech দেখে নেই। বক্তার verb কে Reporting verb বলে আর বক্তা যেটি বলেন তাকে reported speech বলে।
নিচের বাক্যে says হল Reporting verb এবং “I go through this.” হল reported speech.
Rahim says to me, “I go through this.”
ক্রিয়া ও তার সময় পরিবর্তন বুঝার জন্যে আপনি আরো কয়েকটি উদাহরণ দেখুন,
Rahim says to me, “I go through this.”
Rahim tells me that he goes through this.
Rahim says to me, “I have gone through it.”
Rahim tells me that he has gone through it.
Rahim says to me, “I am going through it.”
Rahim tells me that he is going through it.
Rahim says to me, “I will go through it.”
Rahim tells me that he will go through it.
Rahim says to me, “I went through it.”
Rahim tells me that he went through it.
He says to me, “I will go to school tomorrow.”
He tells me that he will go to school tomorrow.
Reporting verb যদি present tense এ হয় তবে reported speech এর verb এর কালের কোন পরিবর্তন হবে না, শুধুমাত্র subject এবং সে অনুযায়ী verb পরিবর্তিত হবে।
বাকি টুকু দেখতে রেজিস্ট্রেশন কর www.eshikhon.com এ
এবং আমাদের Narration অধ্যায় এর উপরে কুইজে অংশ নিন। আমাদের প্রশ্ন ভান্ডারে সকল নিয়মের প্রশ্ন আছে। যতক্ষণ কুইজে ১০০% নাম্বার না পাবেন ততক্ষণ কুইজে অংশ নিন। কারণ, অন্তত একটি নাম্বার আপনার নিশ্চিত হবে।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - Family Planning Assistant Officer"