
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Bangladesh krishi Bank Officer 2015 Question and solution
৩৩. ২ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরুপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার?
@@২π
৩৪. ১০ টাকায় ১১ টি জিনিস কিনে ১১ টাকায় ১০ টি জিনিস ক্রয় করলে শতকরা লাভের পরিমান কত?
@@২১%
৩৫. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
@@১২২৫
৩৬. একটু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম ও প্রস্থ ৩ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার ও প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রের প্রস্থ কত?
@@৯ মিটার
৩৭. ১৬ জন লোক একটি কাজ ২৭ দিনে করতে পারে। ৪ জন লোক চলে গেলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
@@৩৩.৩%
৩৮. ঢাকা ও খুলনা রেলস্টেশন থেকে গড়ে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে, অন্য একটি স্টেশন অভুমুখে যাত্রা করে। সবগুলো ট্রেন এক সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেন ৫ ঘন্টা সময় নেয়। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে?
৮///১০///১১///১২///কোনটিই নয়
৩৯. তিনটি ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির তিনগুণ অপেক্ষা ৪০ কম হলে বৃহত্তম সংখ্যাটি কত?
@@১৮
৪০. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১, ২ ও ৩ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
@@কোনটিই নয়
৪১. একজন ফ্রিজ বিক্রেতা মূল্য তালিকায় প্রত্যেক ফ্রিজের মূল্য ৩০% বেশী লিখে পরবর্তীতে লিখিত মূল্য থেকে ১০% ছাড়ে ফ্রিজ বিক্রয় করেন। এতে তার শতকরা কত লাভ হয়?
@@১৭%
৪২. একটি গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
@@৪ কি মি
৪৩. তিনটি প্যাকেজিং মেশিনের এক ব্যাচ ট্যাবলেট প্যাকেজ করতে যথাক্রমে ৪, ৫, ও ৬ ঘন্টা সময় লাগে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারবে?
@@৯/২০ অংশ
৪৪. তিন অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কত্রয়ের সমষ্টি ১২। প্রতিটি অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করে উক্ত তিন অঙ্কবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
@@৯৩০
৪৫. ১:২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
@@৬০ সে মি
৪৬. কালামের মাসিক আর্ন সাজেমের মাসিক আর্ন থেকে ৫০% বেশি এবং বদির মাসিক আয়ের ৫/৬ অংশ। সাজেমের মাসিক আর্ন ২০০০ টাকা হলে তাদের তিনজনের মোট মাসিক আর্ন কত?
@@৮৬০০ টাকা
৪৭. একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ২ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ১ টাকা ফি নেয়। ১৭.৫ কেজি পণ্য পরিবহনে ফি কত হবে?
@@২৮ টাকা
৪৮. ‘P’ এর মান কত হলে 4x2– Px +9 একটি পূর্ণবর্গ হবে?
@@12
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon