১। সেন্টমার্টিন দ্বীপ :- কক্সবাজার জেলায় নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সামদ্রিক প্রবাল দ্বীপ । টেকনাফ সমুদ্র উপকূল হতে ৯ কিমি দক্ষিণে অবস্থিত । এর আয়তন ৮ বর্গ কিমি । দ্বীপটির অন্য নাম নারিকেল জিঞ্জিরা ।
২। ছেঁড়া দ্বীপ :- কক্সবাজার জেলায় অবস্থিত সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণাংশ ছেঁড়া দ্বীপ নামে পরিচিত । জোয়ারের সময় দ্বীপটি সেন্টমার্টিন হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে । ভাটার সময় সেন্টমার্টিন হতে পায়ে হেটে দ্বীপটিতে যাওয়া যায় । এটি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ।
৩। কুতুবদিয়া :- কক্সবাজার জেলায় অবস্থিত । এখানে রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য ব্রিটিশ আমলে নির্মিত বাতিঘর আছে ।
৪। মহেশখালী :- কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ । দ্বীপটির আয়তন ২৬৮ বর্গ কিমি । আদিনাথ মন্দির এই দ্বীপে অবস্থিত ।
৫। সোনাদিয়া দ্বীপ :- কক্সবাজার জেলায় অবস্থিত এই দ্বীপটির আয়তন ৯ বর্গ কিমি । এই দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে ।
৬। সন্দ্বীপ :- চট্টগ্রাম জেলায় অবস্থিত এই দ্বীপটির আয়তন ৭৬২ বর্গ কিমি । প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ নির্মাণ করা হত ।
৭। নিঝুম দ্বীপ :- নোয়াখালী জেলার এ দ্বীপটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত । দ্বীপটির অয়তন ৯১ বর্গ কিমি । ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে এ দ্বীপের অধিকাংশ বাসিন্দা মারা যায় , এ কারনে দ্বীপটির নামকরন করা হয়েছে নিঝুম দ্বীপ । পূর্বে এ দ্বীপের নাম ছিল বাউলার চর বা বালুয়ার চর ।
৮। ভোলা দ্বীপ :- মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা । এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ । এর আয়তন ১৪৪২ বর্গ কিমি । দ্বীপটির পূর্বনাম দক্ষিণ শাহাবাজপুর ।
৯। মনপুরা দ্বীপ :- ভোলা জেলায় অবস্থিত দ্বীপটির আয়তন ৩৭৩ বর্গ কিমি । এই দ্বীপে পর্তুগীজরা বাস করতো ।
১০। হাতিয়া :- নোয়াখালী জেলায় অবস্থিত ।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - বাংলাদেশের দ্বীপ"