** জাতীয় সংগীত ছিল মূলত কবিতা
** জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর
** এটি কবির গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশভূক্ত
** ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলোনের সময়ে এটি রচিত
** চলচিত্রকার জহির রায়হান ১৯৭০ সালে জীবন থেকে নেওয়া চলচিত্রে এর গানের চিত্রায়ন করেন
** ২৫ চরন বিশিষ্ট কবিতার ১ম ১০ চরন বাংলাদেশের জাতীয় সংগীত
**এটির ইংরেজী অনুবাদ করেন সৈয়দ আলী আহসান (জালাল উদ্দিন)।
**১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ঘোষিত স্বাধীনতার ইসতিহারে এই গানকে জাতীয় সংগীত হিসাবে ঘোষনা দেওয়া হয়
**১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে দেশের সংবিধানে এই গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয়
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "ফোরাম প্রশ্নোত্তর - বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে জানা- অজানা কিছু গুরুত্বপূর্ন তথ্য"