ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, প্রশ্নফাঁস রোধ এবং খারাপ জিনিস বর্জনে ফেসবুকে ফিল্টারিং ও মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে । চলতি বছরের মাঝামাঝি এ প্রযুক্তি গ্রহণ করা হবে।
বুধবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘এই যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলা হচ্ছে। এই বিষয়টা কিন্তু বোঝা দরকার। ফেসবুক কখনো প্রশ্নপত্র ফাঁস করে না। ফেসবুকের মাধ্যমে ফাঁস করা প্রশ্নপত্র ছড়িয়ে দেয়া হয়।’
মোস্তাফা জব্বার আরো বলেন, ‘ফেসবুককে মনিটরিং করা কিংবা ফিল্টারিং করার প্রযুক্তি এখন পর্যন্ত গ্রহণ করতে পারিনি। সেজন্য আমাদের ফেসবুকের দিকে তাকিয়ে থাকতে হয়। ফেসবুক যদি আমাদের সঙ্গে রেসপন্ড করে তখন আমরা এটার পেছনে লেগে তাদেরকে ধরার চেষ্টা করতে পারি।’
প্রশ্নফাঁস রোধে ফেসবুক বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করে মোস্তাফা জব্বার বলেন,‘ কোনো দেশে ফেসবুক বন্ধ করে দিলেও ফেসবুক কিন্তু ঠিকই চালানো সম্ভব। আমাদের দেশেও এটা দেখেছি। যখন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল তখন তারা প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল তারা ফেসবুক ব্যবহার করেছে। কিন্তু সাধারণ মানুষ পারেনি।’
আরো পড়ুন:
0 responses on "প্রশ্নফাঁস রোধ এবং খারাপ জিনিস বর্জনে ফেসবুকে ফিল্টারিং ও মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে"