শেরপুরের ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার না থাকায় সেখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
Medical treatment at the 100-bed Sherpur district hospital is in a pitiful state due to the dire dearth of doctors.
চিকিৎসা পেতে রোগীদের দেড় থেকে দুই ঘণ্টা হাসপাতালে অপেক্ষা করতে হয়।
Patients have to wait up to two hours for treatment at the hospital.
শুধু ডাক্তার না থাকার কারণে রোগীদের এই ভোগান্তি মেনে নেওয়া যায় না।
This suffering is caused simply by the lack of physicians which unacceptable
রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, জেলা হাসপাতালের চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৭ জন কর্মরত আছেন।
According to Sunday’s Prothom Alo, there are 36 posts for doctors in the district hospital, but only 17 are on duty.
অথচ হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। আর গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী ভর্তি থাকেন।
Yet every day about 400 to 450 outpatients come here for treatment, with 200 to 250 getting admitted on average.
কিন্তু পর্যাপ্ত চিকিৎসকের অভাবে তাঁরা দুর্ভোগ ও হয়রানির শিকার হন।
But with the lack of doctors, these patients undergo acute suffering.
মাত্র ১৭ জন ডাক্তার এত বেশি রোগী দেখতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
The 17 doctors themselves are at a loss, having to treat such a large number of patients each.
তবে এমন পরিস্থিতি শুধু এই হাসপাতালের নয়। ঢাকার বাইরে অনেক সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমন পরিস্থিতি বিরাজ করছে।
this poor condition is not only for its . It is a similar picture in most other government hospitals and upazila health complexes outside Dhaka.
বরিশাল জেলাসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য মোট ২২৮ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে ১৩০ জন ডাক্তার বহাল থাকলেও ৯৮টি পদ রয়েছে শূন্য।
There are 228 positions for physicians at Barisal district and the upazila health complexes there, but only 130 doctors are at the posts and 98 lie vacant.
যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসকসহ ৫১ পদ দীর্ঘদিন ধরে শূন্য। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোট ২৪ জন চিকিৎসকের পদে ১০ জনই নেই।
There have long been 51 vacant posts at Chougachha hospital in Jessore. Of the 24 doctors assigned to Kashiani upazila of Gopalganj, 10 are absent.
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি পদের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট গাইনি, জুনিয়র কনসালট্যান্ট সার্জারি, মেডিসিন ও আবাসিক মেডিকেল অফিসার পদ শূন্য রয়েছে
Of the 11 posts at the upazila health complex, the posts of junior consultant gynae, junior consultant surgery, medicine and resident medical officer remain vacant.
। এ রকম অনেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পদ থাকলেও কোনো ডাক্তার নেই। ফলে রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
The list goes on.As result , The patient are being deprived of proper treatment
সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কার্যত দেশের সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান।
The government hospitals and upazila health complexes are the only institutions providing medical treatment for the poor population of the country.
এসব প্রতিষ্ঠানে ডাক্তার সংকট কোনোভাবেই কাম্য হতে পারে না।
It is unacceptable that there be such a lack of physicians at these institutions.
দেশের সব জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শূন্য পদের তালিকা তৈরি ও ডাক্তার নিয়োগের এটিকে গুরুত্বে সঙ্গে বিবেচনা করতে হবে
A list must be drawn up of all the vacant posts of doctors at the district hospitals and upazila health complexes and doctors be appointed accordingly.
আরও পড়ুন :
প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট – 38
0 responses on "প্রথম আলো থেকে সংগৃহীত পার্ট - 37"