পৌরনীতি-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1573
15721. কোনটি শিশুর শ্বাশত বিদ্যালয়?
- সমাজ
- পরিবার
- রাষ্ট্র
- শিক্ষা প্রতিষ্ঠান
15722. কোন ধরনের পরিবারে মহিলা প্রাধান্য দেখা যায়?
- পিতৃতান্ত্রিক পরিবারে
- মাতৃতান্ত্রিক পরিবারে
- একপত্নিক পরিবারে
- যৌথ পরিবারে
15723. বহুপতি পরিবারের দৃষ্টান্ত কোন জাতি?
- গারো উপজাতি
- জুলু উপজাতি
- হাজং উপজাতি
- বাহিমা উপজাতি
15724. বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
15725. “পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।” কোন অর্থে?
- সংকীর্ণ অর্থে
- উৎপত্তিগত অর্থে
- ব্যাপক অর্থে
- শাব্দিক অর্থে
15726. পৌরনীতি কোন বিষয়ক বিজ্ঞান?
- সামাজিক বিষয়ক বিজ্ঞান
- অর্থনৈতিক বিষয়ক বিজ্ঞান
- নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
- রাজনৈতিক বিষয়ক বিজ্ঞান
15727. “পৌরনীতি অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান।” – কোন অর্থে?
- ব্যাপক অর্থে
- শাব্দিক অর্থে
- সংকীর্ণ অর্থে
- উৎপত্তিগত অর্থে
15728. পরিবার হলো সমাজের –
- বৃহৎ প্রতিষ্ঠান
- ক্ষুদ্র প্রতিষ্ঠান
- মাঝারি প্রতিষ্ঠান
- মৌলিক প্রতিষ্ঠান
15729. আমাদের দেশে সাধারণত কাদের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে?
- চাচাতো ভাইবোন মামাতো ভাইবোন
- ফুফাতো ভাইবোন
- দাদা-দাদি নানা-নানি চাচা-চাচি
- মা-বাবা
15730. মাতৃতান্ত্রিক পরিবারে কোন দিক হতে বংশ গণনা করা হয়?
- মাতার দিক হতে
- ছেলের দিক হতে
- পিতার দিক হতে
- মেয়ের দিক হতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৌরনীতি-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1573"