পিএইচপি এর কাজ কি?
যেকোনো সফটওয়্যার দিয়ে কোন না কোন একটি কাজ তো করা যায় তবে সেটা ভালো হোক বা খারাপ হোক, যদি সেটা কাজ না করে তাহলে আমারা সেটাকে মনে করব অটা কোন সফটওয়্যার-ই ছিলনা। তেমনি পিএইচপি দিয়ে অনেক বড় বড় ও শক্তিশালী ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়।
পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে অনেক বড় বড় ওয়েব সাইট এবং আপনারা প্রতিদিনই ব্যবহার করছেন অথচ (অনেকেই) বুঝতে পারে না যে আসলে এই ওয়েব সাইট গুলো কি দিয়ে তৈরি করা।
অন্যান্য সকল ফাইলের মত পিএইচপি এরও বেশ কয়েক রকম ফাইলের ধরন আছে যেমনঃ *.php, *.php3, এবং *.phtml” তাই পিএইচপি ফাইলকেও গুলকেও চেনাও সহজ।
পিএইচপি কেন?
পিএইচপি ব্যবহার করে গতিশীল ও পরিবর্তনযোগ্য ওয়েব সাইট তৈরি করা যায়। আপনার যদি এইচটিএমএল অথবা জাভা স্ক্রিপ্ট সম্বন্ধে ধারনা থাকে তাহলে আপনি পিএইচপি তে সেগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজেই।
পিএইচপি একটি ওপেনসোর্স (মুক্ত) সফটওয়্যার যেটি আপনি পিএইচপি এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। পিএইচপি তে অনেক ধরনের ডাটাবেজ সমর্থন করে যেমনঃ MySQL, PostgreSQL, Oracle, Informix, Sybase, Solid, , Generic ODBC সহ আর অনেক ধরনের। উইন্ডোজ, লিনাক্স অথবা উনিক্স হোক না কেন পিএইচপি প্রায় সকলের ধরনের প্ল্যাটফরম সমর্থন করে তাই পিএইচপি ব্যবহার করা সকলের জন্য বেশ সহজ।
0 responses on "যারা পিএইচপি PHP প্রফেশনালি দক্ষ হতে চান তাদের জন্য বাংলা ভিডিও টিউটোরিয়াল"