📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

পএিকার সম্পাদক এর নাম মনে রাখার কৌশল

#পএিকার সম্পাদক এর নাম মনে রাখার কৌশল :

_______________
শেখ ফজলুলেরর বাসনা ছিলো প্রবাসে আনন্দ ( রামানন্দ) করবে ভারতবর্ষের জলধর ও অমূল্যচরণ কে নিয়ে তা আর হলো না কারন লোহানী এর পয়গাম পাওয়ার পর, তাই অবেলায় জ্যোতি কে জাফনার নয়া সড়ক দিয়ে স্বদেশে এসে ছফার সাথে দেখা করতে হলো
এখানে,
বাসনা – শেখ ফজলুল করিম ( ১৯০৮)
প্রবাসী – রামানন্দ চট্রোপাধ্যায় ( ১৯০১)
ভারতবর্ষ – জলধর ও অমূল্যচরণ ( ১৯১৩)
পয়গাম – আবু লোহানী ( ১৯২৮)
কালবেলা – জ্যোতিপ্রকাশ দও
নয়া সড়ক – জাফনা > আবু জাফর শামসুদ্দীন ও নাসির আলী
স্বদেশ – আহমদ ছফা
__________ সুধীর সাধনায় মোশারফের হিতাহিত জ্ঞান থাকে না তাই সে মিহির- রহিম- সুধার সাথে সাহিত্যে চর্চায় সুরেশের মতো সমাজপতি হয়
এখানে,
সাধনা – সুধীন্দ্রনাথ ঠাকুর – ১৮৯১
হিতকরী – মীর মোশাররফ – ১৮৯০ ( আজীজন নাহার – ১৮৭৪)
মিহির – শেখ আ: রহিম – ১৮৯২
সুধাকর – শেখ আ: রহিম – ১৮৮৯
সাহিত্যে – সুরেশ চন্দ্র সমাজপতি
_____________ইসলাম প্রচারক রেয়াজুদ্দীন জ্ঞানান্বেষণে দক্ষিণের কাঙ্গাল গ্রামে যায়, সেখানে সে ওয়াজেদের সাথে এ যুগেরবানী বুলির মতো করে ছাড়ে যেটি জনগন গনবাণী ভাবে কমরেড মোজাফফর এর মতো যেটি কিছুটা যুদ্ধাপরাধীর সাঈদীর কন্ঠস্বরের মতো, এই কন্ঠমালা শুনে বিপ্লবী রনেশ ক্লান্তি এসে পড়ে, তাই সে বুদ্ধ দেবের কবিতা শুনে, নায়কের সঞ্জয় দওের মতো আশা জাগিয়ে তুলে।।
এখানে,
ইসলাম প্রচারক – মো : রেয়াজুউদ্দীন আহমেদ
জ্ঞানান্বেষণ – দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
গ্রামবার্তা প্রকাশিকা – কাঙ্গাল হরিনাথ ( মফস্বল হতে প্রথম, কুষ্ঠিয়া, কুমারখালী)
সাম্যবাদী – মো: ওয়াজেদ আলী
যুগবাণী – বুলি > মুকবল হোসেন চৌধুরী
গনবাণী – কমরেড মুজাফফর
কন্ঠস্বর – আবদুল্লাহ আবু সায়ীদ
ক্রান্তি – রনেশ দাশগুপ্ত
কবিতা – বুদ্ধদেব বসু
আশা > পূর্বাশা – সঞ্জয় ভট্রাচার্য
:: নজরুলের : নবযুগ ( ১৯২০ তবে মোজাফফর ও ছিলেন সাথে), ধুমকেতু (১৯২২), লাঙল (১৯২৫)- পরিচালক বাট সম্পাদক মণিভূষণ, দৈনিক নবযুগ ( ১৯৪১)
মো: আকরাম খাঁ : মোহাম্মদী ( সাপ্তাহিক -১৯০৮, দৈনিক -১৯২২, মাসিক – ১৯২৭), আল এসলাম (১৯১৫), দৈনিক সেবক ( ১৯২১), দৈনিক আজাদ ( ১৯৩৫)
মো: নাসিরুদ্দিন : সওগাত ( মাসিক – ১৯১৮, সাপ্তাহিক – ১৯২৮)
মো শহীদুল্লাহ : আঙগুর ( ১৯২০, কিশোর মাসিক) বঙ্গীয় মুসলমান সাহিত্যে পএিকা ( ১৯১৮ তবে সাথে ছিলেন মোজাম্মেল হক যার অন্যতম সম্পাদনা
# মোসলেম_ভারত – ১৯২০)
রাজা রামমোহন : সম্বাদ কৌমুদী, ব্রাম্মণসেবধি (১৮২১)
ঈশ্বর চন্দ্র গুপ্ত : সম্বাদ প্রভাকর ( বাংলায় ভাষায় প্রথম পএিকা) ( সাপ্তাহিক -১৮৩১, দৈনিক – ১৮৩৯)
১৮১৮ সালে প্রকাশিত :
মাশম্যানের মাসিক দিগদর্শন( হুগলীর শ্রীরামপুর মিশন হতে প্রকাশ ম্যাশম্যানের ২ টি পএিকা ) ও সমাচার দর্পণ( ১৮৪০ সাল পর্যন্ত চলে), গঙাকিশোর এর বাঙগাল গেজেট (১৬ ই মে) যেটি প্রথম ভারতীয় তথাপি বাঙগালী কতৃক পএিকা।
বাঙগাল গেজেট : ১৭৮০ সালে ২৯ সে জানুয়ারী কলকাতা থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত পএিকা যেটি ১৭৮২ সালে এই পএিকাটির অপমৃত্যু ঘটে।।
প্রথম মুসলমান সম্পাদক : ৭ ই মার্চ ১৮৩১ সালে ‘ সমাচার সভারাজেন্দ্র’ – যেটি ছিলো বাংলা – পারসি ভাষায় – কলকাতার কলিংগা থেকে- আলিমুল্লাহ,
কিছু কিছু অন্যতম পএিকা :
বঙগদূত – নীলমনি হালদার (১৮২৯)*
তত্ত্ববোধনী – অক্ষয় কুমার দও ( ১৮৪৩)**
মাসিক – প্যাঁরীচাদ ও রাধানাথ ( ১৮৫৪)*
ভারতী – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (১৮৭৭)**
আখবারে এসলামীয়া – নইমউদ্দীনন
কোহিনুর – রওশন আলী ( ১৮৯৮) **
নারায়ণ – দেশবন্ধু চিওরঞ্জন
সবুজপত্র – প্রমথ ( ১৯১৪) ****
কল্লোল – দীনেশরঞ্জন (১৯২৩) ***
কালিকলম – প্রেমেন্দ্র (১৯২৬) **
দৈনিক ছোলতান – মনিরুজ্জামান ইসলামবাদী
প্রগতি – বুদ্ধদেব ও অজিত ( ১৯২৭) **
শিখা – আবুল হোসেন ( ১৯২৭) *****
নওরোজ – আফজাল
জয়তী – কাদির *
পরিচয় – সুধীন্দ্রনাথ (১৯৩১) **
সমকাল – সিকানদার আবু জাফর (১৯৫৭)***
পূর্বমেঘ – জিল্লুর সিদ্দিকী ও মুস্তফা নূরউল*
স্বাক্ষর – রফিক আজাদ ও আমিনুল
শিল্পকলা – মান্নান সৈয়দ
ইওেফাক – মানিক মিয়া ****

আরো পড়ুন:

কবি সাহিত্যিক উপাধি-ছদ্মনাম

বাংলা -কবি-সাহিত্যিক পরিচিতি

কবি-সাহিত্যিকদের প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম

 

   
   

1 responses on "পএিকার সম্পাদক এর নাম মনে রাখার কৌশল"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved