অনেক শিক্ষার্থী একাধিক কোর্সে ভর্তি হওয়ার কারণে একই সময়ে একাধিক ব্যাচ পড়ে গেছে। সেক্ষেত্রে তাদের ক্লাস মিস হতে পারে। যদিও আমাাদের প্রতিটি ক্লাসের ভিডিও আর সোর্স ফাইল প্রতিটি ক্লাস শেষে দেওয়া হয়। তবুও, একই সময়ে একাধিক ব্যাচ পড়ার কারণে যারা সমস্যার সম্মুখিন হচ্ছেন,
তাদের জন্য আমরা প্রতিটি ব্যাচে আসন সংখ্যা বাড়িয়েছি এবং এখন আপনি চাইলে ইচ্ছে মত যেকোন কোর্সের পছন্দমত ব্যাচে এনরোল/জয়েনে করতে পারেন।
এজন্য আপনার কোর্সের কাঙ্খিত ব্যাচের উপর ক্লিক কর
চিত্রের মত ব্যাচের উপর ক্লিক করে উক্ত ব্যাচে যান
এরপর আপনাকে কোর্স ব্যাচে নিয়ে যাবে, সেখানে REQUEST MEMBERSHIP এ ক্লিক কর
এরপর কমেন্ট ঘরে আপনার উক্ত কোর্স / ব্যাচ রিলেটেড অর্ডার নং এবং আপনার আগের ব্যাচের নাম উল্লেখ করবেন।
.
ব্যস, এটা করলে সহজেই আমরা আপনাদের ব্যাচে যুক্ত করতে পারবো।
আরো দেখুন:
এই কোর্স সম্পর্কিত সকল নোটিশ দেখুন এখানে
যেভাবে ইশিখন.কম এর লাইভ ক্লাসে অংশ নিবেন
যেভাবে ইউজারনেম পাসওয়ার্ড পাবেন বা পুনরুদ্ধার করবেন, তা দেখুন এখানে
আপনার ব্যাচ ও কোর্স সম্পকির্ত নিউজগুলো যেভাবে দেখবেন,যেভাবে ইশিখন.কম এর লাইভ ক্লাসে অংশ নিবেন
1 responses on "নিজেই যেভাবে ব্যাচ পরিবর্তন করবেন"