📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

পুনরায় চালু হয়েছে ইশিখন.কম এর প্রো-অফার

যারা আসন সীমিত হওয়ার কারণে গত ব্যাচে/সেশনে ভর্তি হতে পারেন নি,
তাদের জন্য আবারো সুযোগ করে দেওয়া হল।
.
এই ব্যাচের ক্লাস শুরু হবে অক্টোবর থেকে। দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসন নিশ্চিত কর
.
Note: চলতি ব্যাচ/বিগত ব্যাচগুলোর শিক্ষার্থীরা যারা পুনরায় অফারটির জন্য অনুরোধ করেছেন, তারাও অংশ নিতে পারবেন।
.
অংশ নিতে এবং আরো বিস্তারিত জানতে এখানে যান:
../pro-offer

ঈদের ছুটি (২৯/0৮/১৭ – ৪/০৯/১৭)

পবিত্র ঈদুর আযহা উপলক্ষ্যে আগামী ২৯ আগস্ট ২০১৭ রোজ মঙ্গলবার থেকে ৪ সেপ্টেম্বর ২০১৭ রোজ সোমবার পর্যন্ত ইশিখন.কম এর বর্তমানে চলমান সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যথারীতি সবার স্ব স্ব শিডিউল অনুযায়ী ক্লাস চলবে।

08-08-2017

আমাদের ফোন সাপোর্ট আবারো চালু হল,
অনলাইন সাপোর্টে অধিক সময় লাগায় এখন থেকে আবারো ফোন কল সাপোর্ট চালু হল।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ফোন সাপোর্ট পাচ্ছেন।
কোন সমস্যার জন্য 01948858258 নাম্বারে কল করবেন।
For Any Help:
Call: 01948858258
Time: 10:00AM – 4:00PM

06-08-2017

আগের নিয়মেও ক্লাসের মিটিং আইডি পাবেন

নতুন নিয়মে অনেকেই ক্লাসে নির্ধারিত সময় ফিক্সড করে দেওয়ায় উক্ত সময় ছাড়া ক্লাসে এক্সেস করতে পারছেন না।

তাই আমাদের আগের নিয়মেও লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন।

আগের নিয়মে কিভাবে ক্লাসে অংশ নিবেন, তার াবিস্তারিত দেখুন এখানে

কিভাবে অংশ নিবেন, তা দেখতে এখানে ক্লিক কর

 

 

1-08-2017

ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করা পুনরায় চালু হল।

এখন থেকে যেকেউ ইশিখন.কম এ নিজের ব্যাচমেন্ট, কোর্সমেট কিংবা যেকাউকে বন্ধু বানাতে পারবেন। এছাড়াও প্রোফাইল ছবি পরিবর্তন,  নাম, ইমেইল, পাসওয়ার্ডসহ সব কিছু করতে পারবেন।
চ্যাট করতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন।

31-07-2017

সাপোর্টের জন্য কোথায় যোগাযোগ করবো?

বিস্তারিত দেখতে এখানে ক্লিক কর

বি:দ্র: আমা

30-07-2017

অনেকেই আমাদের জানিয়েছেন, ভিডিওতে দেখানো Continue/Start Course বাটনে ক্লিক কররে কাজ করে না। এর প্রধান কারণ হল, উক্ত Start Course বাটন কেবল মাত্র আপনার নির্ধারিত কোর্সের ব্যাচের দিনগুলোতে কাজ করবে।
নতুন নিয়মে কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা দেখুন এখানে: https://www.youtube.com/watch?v=SxLHrgAgD-0

30-07-2017

লাইভ ক্লাসের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে, নতুন পদ্ধতিতে যেভাকে ক্লাসে অংশ নিবেন

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ক্লাসকে আরো সহজ করে দেওয়ার জন্য আমরা নতুন প্রযুক্তি চালু করেছি।

এতে আপনাদে এখন কোন প্রকার মিটিং আইডি ছাড়াই আপনি সরাসরি আপনার কোর্সের ভেতর থেকেই ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

নতুন পদ্ধতিতে যেভাবে ক্লাসে অংশ নিবেন:
নতুন পদ্ধতিতে কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা দেখুন এই ভিডিওতে

“কিভাবে লাইভ ক্লাসে জয়েন করবেন, ভিডিও, ফাইলসমুহ পাবেন এবং এসাইনমেন্ট জমা দিবেন। , এই ভিডিও শেষে জানতে পারবেন:
১. কিভাবে লাইভ ক্লাসে এক ক্লিকেই জয়েন করবেন
.
২. কিভাবে মিস করা ক্লাসের ভিডিও রেকডিং এবং দেখানো ফাইলসমুহ ডাউনলোড করবেন।
.
৩. কিভাবে এসাইনমেন্ট জমা দিবেন এবং এসাইনমেন্ট এর ফলাফল দেখবেন
.
৪. কিভাবে প্রতিটি ক্লাসের মডেল টেস্টে অংশ নিবেন

24-07-2017

যেভাবে আপনি নিজেই সহজে ব্যাচ পরিবর্তন করতে পারেন

যেভাবে আপনি নিজেই সহজে ব্যাচ পরিবর্তন করতে পারেন, তা দেখতে এখানে ক্লিক কর

21-07-2017

আপনার ব্যাচ ও কোর্স সম্পকির্ত নিউজগুলো যেভাবে দেখবেন,যেভাবে ইশিখন.কম এর লাইভ ক্লাসে অংশ নিবেন

আপনার ব্যাচ ও কোর্স সম্পকির্ত নিউজগুলো যেভাবে দেখবেন, তা দেখতে এখানে ক্লিক কর

21-07-2017

যেভাবে ইশিখন.কম এর লাইভ ক্লাসে অংশ নিবেন

কিভাবে অংশ নিবেন, তা দেখতে এখানে ক্লিক কর

যেহেতু এটা অনলাইন কোর্স, তাই যাতে করে কোর্স সর্ম্পকিত যেকোন লিঙ্ক, ছবি, স্ক্রিনশট ইত্যাদি এখান থেকে সহজেই পাঠাতে পারি এবং যাতে করে আপনিও অনলাইন থেকেই দ্রুত আমাদের যেকোন তথ্য দিতে পারেন। এজন্য আজ থেকে আমাদের ফোন সাপোর্ট বন্ধ রেখে শুধু অনলাইন সাপোর্ট দেওয়া হবে।

 

20-07-2017

অরিয়েন্টেশন ক্লাসে যেভাবে অংশ নিবেন

আজ (২০ জুলাই ২০১৭) রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত আমাদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

ক্লাস ইউটিউবের মাধ্যমে হবে, ক্লাসে অংশ নিতে এখানে যান:

https://goo.gl/iPQ7H8

অরিয়েন্টেশন ক্লাসের টাইমলাইন:

 

17-07-2017

যেভাবে নাম ছবি করবেন:

17-07-2017

যেভাবে নাম পরিবর্তন করবেন:

যেভাবে নাম পরিবর্তন করবেন:
যেভাবে নাম পরিবর্তন করবেন:

17-07-2017

যেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন:

যেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন:
যেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন:

17-07-2017

আজ থেকে যেকেউ ইশিখন.কম এর প্রোফাইল ছবি, নাম, ইমেইল, পাসওয়ার্ড, অন্যকে মেসেজ বন্ধু করা, ফেসবুকের মত স্ট্যাটাস দিতে পারবেন।

16-07-2017

অনেকেই বিকাশে রেফেরেন্স নাম্বার দেন নি এবং রকেট এ টাকা পাঠিয়ে অর্ডার নাম্বার কলফার্ম করেন নি, তাঁদের আগামীকাল দুপুর ২টা থেকে ১৮ তারিখ রাত ১২টার মধ্যে
1. নিজের বিকাশ/রকেট নং (আপনি যে নাম্বার থেকে বিকাশ বা রকেট করেছেন।)
2. টাকার পরিমাণ (যত টাকা আমাদের বিকাশে পাঠিয়েছেন।)
3. টাকা পাঠানোর সময় ও তারিখ
4. অর্ডার নং (অর্ডার করার পর ইমেইলে পাবেন, #309 দিয়ে শুরু 7 অঙ্কের একটি সংখ্যা)।
লিখে আমাদের ফেসবুক পেইজে মেসেজ/ইনবক্স করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উদাহরণ:
1. 01984754545
2. 540
3. 12/07/2016, 4:24 PM
4. 3098457
.
এই সময়ের মধ্যে কল না দিলে কোন ক্লাস মিস করলে ইশিখন.কম দায়ী থাকবে না।
.
কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা আগামী ২০ তারিখ সন্ধ্যায় ইশিখন.কম এর নোটিশ মেনুতে জানিয়ে দেওয়া হবে।
যারা যারা ব্যাচ পরিবর্তন করতে চান, আসন খালি থাকা সাপেক্ষে তাদের ব্যাচ পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে।
.
এতে যারা যত আগে বিকাশ করে অর্ডার কনফার্ম করেছেন, তাদের তত বেশি গুরুত্ব দেওয়া হবে। ব্যাচ পরিবর্তনের জন্য ১৭ জুলাই থেকে ১৯ জুলাই রাত ১০টা পর্যন্ত আবেদনের সময় দেওয়া হল।
.
ব্যাচ পরিবর্তন করার জন্য
1. আপনার আগের ব্যাচ নাম, (সময় কিংবা ব্যাচ আইডি দিলে গ্রহণযোগ্য হবে না।, অবশ্যই ব্যাচের নাম দিবেন। যেমন: APDE-Batch-172-1)
2. ইউজারনেম/ইমেইল, (শুধুনাম দিলে গ্রহণযোগ্য হবে না, অবশ্যই ইউজারনেম দিবেন)
3. পরিবর্তিত ব্যাচের নাম (সময় কিংবা ব্যাচ আইডি দিলে গ্রহণযোগ্য হবে না।, অবশ্যই ব্যাচের নাম দিবেন। যেমন: APDE-Batch-172-5)
 
লিখে আমাদের ফেসবুক ফ্যানপেইজে মেসেজ করবেন।
.
কেউ ভুলে ব্যাচ নামের জায়গায় ব্যাচ আইডি/সময় উল্লেখ করলে তার আবেদন গ্রাহ্য করা হবে না।
তাই অবশ্যই ব্যাচের নাম দিতে ভুূল করবেন না:
উদাহরণ: যেমন কেউ যদি এন্ড্রয়েড এপপ ডেভেলপমেন্ট এর ব্যাচ APDE-Batch-172-1 থেকে ব্যাচ APDE-Batch-172-5 এ যেতে চান, তাহলে নিমোক্তভাবে এসএমএস(SMS) করতে হবে:
 
1. APDE-Batch-172-1
2. habibdu
3. APDE-Batch-172-5
 
ব্যাচ পরিবর্তনের আবেদন করার পর আগামী ২০ ২০ জুলাই রাত ২টার পর থেকে যাদের ব্যাচ পরিবর্তনের আবেদন গৃহিত হবে, তাঁরা পরিবর্তিত ব্যাচ দেখতে পাবেন।
বি:দ্র: মোবাইলে কল করে কেউ ব্যাচ পরিবর্তনের আবেদন করলে সেটা গ্রাহ্য করা হবে না।

এই পাতাটি পড়া শেষে জানতে পারবেন:

ব্যাচ পরিবর্তন ও ক্লাস সর্ম্পকিত নোটিশ

ইউজারনেম ও পাসওয়ার্ড যেভাবে পাবেন

যেভাবে একাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন

কিভাবে ইশিখন.কম সাইটে লগিন করবেন

যেভাবে আপনার ভর্তি হওয়া কোর্স দেখবেন

যেভাবে আপনার ক্লাসের সময়/তারিখ/বার ইত্যাদি দেখবেন

ড্যাশবোর্ডে কেন কোর্স (0) শূন্য দেখাচ্ছে

ইউজারনেম ও পাসওয়ার্ড যেভাবে পাবেন:

যারা আমাদের ইশিখন.কম এর শিক্ষার্থী হয়েছেন, সবার ইমেইলে ইউজারনেম ও পাসওয়ার্ডসহ নিচের চিত্রের মত (লাল দাগ দেওয়া) একটি মেইল যাবে।

মেইলটি ওপেন করলে নিচের চিত্রের মত (লাল দাগ দেওয়া) ইউজারনেম ও পাসওয়ার্ড  দেখতে পাবেন।

যদি  কোন কারণে উক্ত মেইল না পান, তবে ইশিখন.কম সাইটে থেকে একাউন্ট রিসেট করে নিন।

যেভাবে একাউন্ট এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন:

প্রথম একদম সাইটের উপরে ডানপাশে LOGIN এ ক্লিক কর

এরপর নিচের চিত্রের মত ইউজারনেম এর নিচে প্রশ্নবোধক ঘরে ক্লিক কর

এরপর নিচের চিত্রের মত ঘরে আপনার ইমেইল লিখুন এবং এর ঠিক নিচে Get reset password link তে ক্লিক কর

এতে আপনার ইমেইলে পাসওয়ার্ড রিসেট এর একটি লিঙ্ক চলে যাবে।

সেখানে ক্লিক করে মেইল ওপেন করলে নিচের চিত্রের মত লিঙ্কে ক্লিক কর

এরপর নিচের চিত্রের মত পাসওয়ার্ড রিসেট লিঙ্ক আসবে, সেখানে দেওয়া অটো পাসওয়ার্ড কেটে দিয়ে আপনার পছন্দমত পাসওয়ার্ড দিন। এরপর রিসেট পাসওয়ার্ড এ ক্লিক কর

এভাবে আপনি আপনার পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করে নিতে পারেন।

কিভাবে ইশিখন.কম সাইটে লগিন করবেন:

উপরের নিয়মে পাসওয়ার্ড পুনরুদ্ধার বা পরিবর্তন করে, আপনার দেওয়া পাসওয়ার্ড ও ইউজারনেম ঘরে ইমেইল দিয়ে আপনার একাউন্ট এ লগিন কর

লগিন করার পর ডানপাশে উপরে আপনার নামের ্উপর ক্লিক করলে DASHBOARD, Courses, BATCHES  ইত্যাদি মেনু দেখতে পাবেন।


যেভাবে আপনার ভর্তি হওয়া কোর্স দেখবেন:

মেনু থেকে কোর্স এ ক্লিক করলে আপনার এনরোল হওয়া/ভর্তি হওয়া কোর্স  দেখতে পাবেন। আপনি কোর্সে ভর্তি হওয়ার পরেও যদি সেখানে 0 দেখায়, তবে নিচের চিত্রের মত ঘর থেকে Start Date সিলেক্ট করলে আপনার ভর্তি  হওয়া কোর্স নিচের চিত্রের মত দেখা যাবে।

 

যেভাবে আপনার ক্লাসের সময়/তারিখ/বার ইত্যাদি দেখবেন:

মেনু থেকে ব্যাচ এ ক্লিক করলে আপনার এনরোল হওয়া/ভর্তি হওয়া কোর্স  দেখতে পাবেন। সেখানে আপনার ক্লাসের শিডিউল, টাইম, কি কি বারে ক্লাস, কয়টা থেকে ক্লাস সবকিছু দেখতে পাবেন।


ড্যাশবোর্ডে কেন কোর্স (0) শূন্য দেখাচ্ছে:

মেনু থেকে ড্যাশবোর্ডে গেলে শেষ করা / কমপ্লিট করা কোর্স/ইউনিট/এসাইনমেন্ট/কুইজসমুহ দেখতে পাবেন। এখানে কোর্স (0) শূন্য দেখাবে, কারণ এটি সম্পন্ন করা কোর্স দেখাবে, আপনি পুরো কোর্স শেষ করার পরে এখানে ১ দেখাবে।

কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা আগামী ১৬ জুলাই জানানো হবে।

সকল শিক্ষার্থীকে ইশিখনে ্স্বাগতম।

   
   

5 responses on "শিক্ষার্থীদের একাউন্ট লগিন ইউজারনেম ও পাসওয়ার্ড (পুনরুদ্ধার)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved