দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2001
20001. সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সে.মি. বাড়ে সুন্দরবনের শতকরা কত ভাগ পানি নিচে তলিয়ে যাবে?
- 0.6
- 0.65
- 0.7
- 0.75
20002. প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে না পারলে মনুষ্য জাতির পরিণতি কী হবে?
- উৎপাদনে সক্ষম হবে
- আয়ষ্কাল হ্রাস পাবে
- বিলুপ্ত হয়ে যাবে
- খাদ্য সংকটে পড়বে
20003. বাংলাদেশে ১৮৮৫ সালে কত মাত্রার ভূমিকম্প হয়েছিল?
- 3
- 5
- 7
- 8
20004. নগরায়ণের কারণরূপে বিবেচিত হতে পারে-
- শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি
- গ্রামীণ জনপদের শহরমুখিতা
- আবাসন সংকট
A,B
20005. টর্নেডো কোন দেশি শব্দ?
- গ্রিক
- জাপানি
- স্প্যানিশ
- পতুর্গিজ
20006. সাইক্লোন শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
- গ্রীক
- ব্রিটিশ
- ল্যাটিন
- জার্মান
20007. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে-
- ৮.৮ বিলিয়ন
- ১০ বিলিয়ন
- ১৯.৯ বিলিয়ন
- ২০ বিলিয়ন
20008. ব্রিটিশ নিয়মে আংশিক খরা কোনটি?
- একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
- একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটারের কম বৃষ্টি
- একটানা ৪ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
- একটানা ৪ সপ্তাহ ০.৪৫ মিলিমিটারের কম বৃষ্টি
20009. টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক কোনটি?
- নিম্নচাপ সৃষ্টি
- সাগরের তলদেশের দুমকে যায়
- মাটির pH কমিয়ে দেয়
- হঠাৎ অল্প সময়ে প্রচন্ড ধ্বংসযজ্ঞ সাধন করে
20010. বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তিস্থল ভারত?
- ৪০টি
- ৫০টি
- ৫২টি
- ৫৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2002
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2003
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2004
0 responses on "দুর্যোগের-সাথে-বসবাস - এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2001"