দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2003
20021. জলবায়ুজনিত পরিবর্তনের কারণে আমাদের দেশের ঋতুর পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চলেল নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।উক্ত পরিবর্তনের কারণ কী?
- বৈশ্বিক উষ্নতা
- বৈশ্বিক আর্দ্রতা
- বিশ্বযুদ্ধ
- বৈশ্বিক মন্দা
20022. এ পরিবর্তনকে ত্বরান্বিত করে চলছে-
- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
- যানবাহন
- শিল্পকারখানা
A,B,C
20023. কখন সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়?
- সম্পদ নষ্ট হয়ে গেলে
- সম্পদ দূষিত হলে
- সম্পদ শেষ হলে
- সম্পদ বারবার ব্যবহার করলে
20024. সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে-
- সাইক্লোনের
- হারিকেনের
- ভূমিকম্পের
A,B
20025. সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
- প্রশান্ত মহাসাগরে
- আটলান্টিক মহাসাগরে
- ভারত মহাসাগরে
- দক্ষিণ মহাসাগরে
20026. সাইক্লোন সৃষ্টির কারণ কোনটি?
- উচ্চচাপ
- নিম্নচাপ
- শীতলতা
- বায়ুপ্রবাহ
20027. বৈশ্বিক উষ্ণতার কারণ হলো-
- মিথেন
- সিএফসি
- নাইট্রাস অক্সাইড
A,B,C
20028. কোন নদীর পানি ভারত একতরফা ব্যবহার করত?
- গঙ্গা
- পদ্মা
- মেঘনা
- যমুনা
20029. সাইক্লোন সৃষ্টির মূল কারণ-
- নিম্নচাপ
- উচ্চচাপ
- উচ্চ তাপমাত্রা
A,C
20030. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে-
- গম
- পিয়াজ
- কাউন
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2004
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2005
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2006
0 responses on "দুর্যোগের-সাথে-বসবাস - এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2003"