দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2006
20051. সাইক্লোন ও টর্নোডোকে তুমি কীসের ভিত্তিতে আলাদা করতে পার?
- স্থায়িত্বের ভিত্তিতে
- সময়ের ভিত্তিতে
- তীব্রতার ভিত্তিতে
- উৎসস্থলের ভিত্তিতে
20052. জন্মহার ও মৃত্যুহার সমনা হলে কী হবে?
- জনসংখ্যা বৃদ্ধি পাবে না
- জনসংখ্যা বৃদ্ধি পাবে
- জনসংখ্যা কমে যাবে
- জনসংখ্যা শূণ্য হবে
20053. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত কত বছর প্রচন্ড গরম পড়েছে?
- ১৩ বছর
- ১৪ বছর
- ১৫ বছর
- ১১ বছর
20054. ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে?
- মিটার স্কেল
- রিখটার স্কেল
- মিলিমিটার স্কেল
- সে.মি. স্কেল
20055. অতি সম্প্রতি জাপানে ঘটে যাওয়া পামাণবিক দুর্ঘটনার জন্য কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
- ভূমিকম্প
- সুনামি
- টর্নেডো
- হারিকেন
20056. বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় শতকরা কত ভাগ জমি লবণাক্ততার শিকার হয়েছে?
- 0.13
- 0.14
- 0.15
- 0.16
20057. ১৯৬০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতটি সাইক্লোন আঘাত হেনেছে?
- ৪০টি
- ৪৫টি
- ৫০টি
- ৫৫টি
20058. আমাদের এই বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তে পারত-
- জনসংখ্যা বৃদ্ধির হার কম হলে
- বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ করে
- হাইব্রিড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হলে
A,B
20059. বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে?
- রংপুর
- দিনাজপুর
- সিরাজগঞ্জ
- ময়মনসিংহ
20060. টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত?
- ২০০-৩০০ কি.মি.
- ৩০০-৪০০ কি.মি.
- ৪৮০-৮০০ কি.মি.
- ৯২০-১২০০ কি.মি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2007
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2008
দুর্যোগের-সাথে-বসবাস – এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2005
0 responses on "দুর্যোগের-সাথে-বসবাস - এসএসসি-সাধারণ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2006"