এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট – 2447
24461. চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে কোনটি ঘুরানো হয়?
- কম্যুটেটর
- স্লিপ রিং
- আর্মেচার
- ব্রাশ
24462. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় তামার তারের প্রথম কুন্ডলীতে শুধুমাত্র নিচের কোনটি সংযুক্ত করতে হবে?
- একটি গ্যালভানোমিটার
- একটি অ্যামিটার
- একটি ভোল্টমিটার
- একটি পটেনশিওমিটার
24463. নিচের কোনটিতে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়?
- মোটর সাইকেল
- বৈদ্যুতিক বাতি
- বৈদ্যুতিক ঘন্টা
- উড়োজাহাজ
24464. তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ –
- চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
- চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
- কুন্ডলীতে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
- কুন্ডলীতে চুম্বক থেকে সরিয়ে নিলে সম্মুখ দিকে হয়
A,C
24465. যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে কী বলে?
- ট্রান্সফর্মার
- বৈদ্যুতিক মোটর
- অ্যামিটার
- ডায়নামো
24466. একটি ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10 V এবং প্রবাহ 1.5 A। মুখ্য কুন্ডলীর প্রবাহ 3 A হলে মুখ্য কুন্ডলীর ভোল্টেজ কত?
- 5 V
- 10 V
- 15 V
- 20 V
24467. বলরেখাগুলো তারের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে কেন?
- তারা পরস্পর বিকর্ষণ করে
- তারা পরস্পরকে আকর্ষণ করে
- তারা পরস্পরকে টান টান রাখতে চায়
- তারা ওজনে হালকা হয়ে যায়
24468. জেনারেটরে কোনটি পাওয়া যায়?
- তাপশক্তি থেকে তড়িৎশক্তি
- তাপশক্তি থেকে যান্ত্রিকশক্তি
- তড়িৎশক্তি থেকে যান্ত্রিকশক্তি
- যান্ত্রিকশক্তি থেকে তড়িৎশক্তি
24469. তারটিকে কুন্ডলী পাকালে কী তৈরি হয়?
- তড়িৎমোটর
- ট্রান্সফর্মার
- সলিনয়েড
- জেনারেটর
24470. গ্যালভানোমিটারের বিক্ষেপ দ্বারা বর্তনীতে কিসের অস্তিত্ব বুঝা যায়?
- রোধ
- তাপমাত্রা
- তড়িৎপ্রবাহ
- চাপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এসএসসি হিসাববিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট
0 responses on ""তড়িতের চৌম্বক ক্রিয়া" এসএসসি পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 2447"