তরঙ্গ-ও-শব্দ – এসএসসি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2543

অণুজীব

তরঙ্গ-ও-শব্দ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2543

25421. তরঙ্গ সঞ্চারণকারী কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?

  1. কম্পাঙ্ক
  2. বিস্তার
  3. দোলনকাল
  4. পূর্ণ স্পন্দন

25422. দাতের স্কেলিং বা পাথর তোলার জন্য কী ব্যবহার করা হয়?

  1. শব্দোতর তরঙ্গ
  2. শব্দোত্তর তরঙ্গ
  3. চুম্বক তরঙ্গ
  4. বেতার তরঙ্গ

25423. লোহার একটি ফাঁকা নলের এক প্রান্তে হাতুড়ি দিয়ে একবার আঘাত করে অন্য প্রান্তে কান রাখলে দুবার শব্দ শোনা যায়। কারণ-

  1. ফাঁকা নলের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ প্রতিফলিত হয়
  2. বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ দ্রুত চলে
  3. লোহার মধ্য দিয়ে শব্দ অন্য প্রান্তে পৌঁছার কিছুক্ষণ পরে বায়ুর মধ্য দিয়ে পুনরায় পৌঁছে

25424. তরঙ্গকে মোট কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি

25425. 1Hz=কত?

  1. 1s
  2. 1s-1
  3. 2s-1
  4. 2s

25426. কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?

  1. শব্দ তরঙ্গ
  2. যান্ত্রিক তরঙ্গ
  3. তাড়িত চৌম্বক তরঙ্গ
  4. পানির তরঙ্গ

25427. যে সমস্ত শব্দ শুনতে ভালো লাগে তাদেরকে কী বলো হয়?

  1. সুর সমৃদ্ধ শব্দ
  2. কলরব
  3. শব্দোচ্চতা
  4. তীব্রতা

25428. হাফিজ পুকুরের পাড়ে দাঁড়িয়ে জোরে শব্দ করলে 1.8s পর ঐ শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। ঐ স্থানে বায়ুতে শব্দের বেগ 350ms-1 হলে পুকুরের প্রশস্ততা হবে-

  1. 315m
  2. 0.315km
  3. 0.0315km

25429. পানির কণার আন্দোলনের ফলে পানির কণাসমূহে কোন শক্তির সৃষ্টি হয়?

  1. যান্ত্রিক
  2. রাসায়নিক
  3. তাপ
  4. আলোক

25430. শ্রাব্যতার সীমার ক্ষেত্রে-

  1. উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20000Hz হলে মানুষ শুনতে পায়
  2. কম্পাঙ্ক 20Hz এর কম হলে তাকে শব্দেতর কম্পন বলে
  3. কম্পাঙ্ক 20Hz এর বেশি হলে তাকে শব্দোত্তর কম্পন বলে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline