শুক্রবার বৃত্তি প্রদান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (৯ই মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাসউদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মার্চ মাসে বাঙালীর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সচিব হিসেবে তাঁর অন্তরঙ্গ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। শিক্ষার অতীত ঐতিহ্য ও মেধা বিকাশের তুলনায় বর্তমানে বৃহত্তর সিলেট অঞ্চলের পিছিয়ে পড়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের আন্তরিকভাবে মেধা বিকাশের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মূলধারার সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখতে ও অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীদের নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জালালুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আলতাফ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সেলুবাসিত, ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আশফাক হোসেন প্রমুখ।
আরো পড়ুন:
ভাল ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে"