ঢাকা বিশ্বদ্যিালয়ের পাঁচটি আবাসিক হলে ওয়াই-ফাই ইন্টারনেট চালু

ঢাকা বিশ্বদ্যিালয়ের পাঁচটি আবাসিক হলে ওয়াই-ফাই ইন্টারনেট চালু

ঢাকা বিশ্বদ্যিালয়ের পাঁচটি আবাসিক হলে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করলো রবি আজিয়াটা লিমিটেড। সোমববার (১২ ফেব্রুয়ারি) থেকে রবি গ্রাহকরা এবং ১৪ ফেব্রুয়ারি বুধবার থেকে এয়ারটেল গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন।

এখন থেকে নিরবিচ্ছন্নভাবে এই সেবা পাবেন রোকেয়া হল, শামসুন্নাহার হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

প্রধান অতিথি হিসেবে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ ভবনের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই সেবার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জিনাত হুদা, প্রাধ্যক্ষ, রোকেয়া হল; অধ্যাপক ড. জাকিয়া পারভীন, প্রাধ্যক্ষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল; অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, প্রাধ্যক্ষ, শামসুন নাহার হল; অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, প্রাধ্যক্ষ, কবি সুফিয়া কামাল হল এবং অধ্যাপক ড. লুবিনা খোন্দকার, প্রাধ্যক্ষ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ।

শিক্ষার্থীরা যেন হাই স্পিড ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেন এজন্য বিভিন্ন মেয়াদের বেশ কয়েকটি মোবাইল ডেটা প্রোডাক্ট চালু করেছে রবি ও এয়ারটেল। প্রতিটি প্রোডাক্ট’র সাথে থাকছে ৩০০ শতাংশ ওয়াইফাই ইন্টারনেট বোনাস।

 

 

আরো পড়ুন:

মানিব্যাগ যখন একাধারে পাওয়ার ব্যাংক ও ওয়াই-ফাই হটস্পট

ওয়াই-ফাই আর কত? এবার এলো লাই-ফাই

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline